ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, ম্যানসিটির গোলোৎসব, আর্সেনালকে হারিয়ে টটেনহ্যামের প্রতিশোধ, ম্যানচেস্টার সিটি ৫-১ লিচেস্টার সিটি,;###;টটেনহ্যাম হটস্পার ১-০ আর্সেনাল

চার গোলে রেকর্ডবুকে এ্যাগুয়েরো

প্রকাশিত: ০৬:৩২, ১২ ফেব্রুয়ারি ২০১৮

চার গোলে রেকর্ডবুকে এ্যাগুয়েরো

স্পোর্টস রিপোর্টার ॥ তুখোড় ফর্মে থাকা সার্জিও এ্যাগুয়েরো একাই করেছেন এক হালি গোল। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগে লিচেস্টারের জালে তিনি চার চারবার বল পাঠান। তাতেই নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে শিরোপার পথে থাকা ম্যানসিটি। আরেক ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে টটেনহ্যাম হটস্পার। স্পার্সদের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। এ জয়ে ২৭ ম্যাচে ২৩ জয় ও তিন ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৭২। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ৪৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আর্সেনাল। নিজেদের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই সিটিকে লিড এনে দেন রাহিম স্টার্লিং। কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে পাওয়া বল সহজেই জালে জড়ান ইংলিশ এই তারকা। তবে ম্যাচের ২৪ মিনিটে একক প্রচেষ্টায় লিচেস্টারকে সমতায় ফেরান জিমি ভার্ডি। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ করতে থাকে সিটি। ম্যাচের ৪৮ মিনিটে সিটিকে লিড এনে দেন এ্যাগুয়েরো। ব্রুইনের বাড়ানো বল অনায়াসে তা লক্ষ্যে পাঠান আর্জেন্টাইন তারকা। পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এবারও ডি ব্রুইনের বাড়ানো পাস ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এ্যাগুয়েরো। ম্যাচের ৭৭ মিনিটে সফরকারী দলের গোলরক্ষকের ভুলে নিজের হ্যাটট্রিক পূরণ করে এ্যাগুয়েরো। লিচেস্টারের গোলরক্ষকের দুর্বল শট নিয়ন্ত্রণে নিয়ে তার মাথার ওপর দিয়ে জালে জড়ান দিয়াগো ম্যারাডোনার মেয়ে জামাই। মৌসুমে এটা তার তৃতীয় হ্যাটট্রিক। ম্যাচের শেষ মিনিটে ২০ গজ দূর থেকে জোরালো শটে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোল করেন এ্যাগুয়েরো। প্রিমিয়ার লীগে হ্যাটট্রিক সংখ্যায় এখন হ্যারি কেন ও এ্যাগুয়েরো সমান। দুজনই করেছেন ৮টি করে হ্যাটট্রিক। সামনে শুধু রবি ফাউলার (৯) ও এ্যালান শিয়েরার (১১ হ্যাটট্রিক)। তবে এ্যাগুয়েরো একটি জায়গায় ছাপিয়ে গেছেন ইংলিশ প্রিমিয়ার লীগের বাকি সবাইকে। প্রিমিয়ার লীগের ইতিহাসে এ্যাগুয়েরোই একমাত্র খেলোয়াড় যিনি এক ম্যাচে ন্যূনতম চার গোল করেছেন তিনবার। ২০১৪ সালে টটেনহ্যামের বিপক্ষে সিটির ৪-১ গোলের জয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার একাই করেছিলেন সবকটি গোল। পরের বছর নিউক্যাসলের বিপক্ষে সিটির ৬-১ ব্যবধানের জয়ে এ্যাগুয়েরো করেছিলেন ৫ গোল। এবার ৪ গোলের দেখা পেয়েছেন লিচেস্টারের বিরুদ্ধে। ২০১১ সালে সিটিতে যোগ দেয়ার পর এবারই প্রথমবারের মতো ঘরের মাঠে টানা সাত ম্যাচে গোল করেছেন এ্যাগুয়েরো। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারসহ টানা পঞ্চম মৌসুম ন্যূনতম ২৫টি করে গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ৩২ ম্যাচে এ পর্যন্ত এ্যাগুয়েরোর গোলসংখ্যা ২৮। এর মধ্যে লীগে করেছেন ২১ গোল, অর্থাৎ কেনের থেকে তিনি পিছিয়ে মাত্র ২ গোলে। ম্যাচ শেষে এ্যাগুয়েরোর প্রশংসা করে সিটি কোচ পেপ গার্ডিওলা বলেন, এ্যাগুয়েরো ক্লাবের একজন সত্যিকারের কিংবদন্তি। তিনি বিশেষ মেধার অধিকারী। সাবেক বার্সিলোনা কোচ বলেন, ফ্রেব্রুয়ারি মাসেই ৭২ পয়েন্টে পৌঁছে যাওয়া অবশ্যই বিশেষ কিছু। এটি অসাধারণ ব্যাপার। অনুভূতি জানাতে গিয়ে এ্যাগুয়েরো বলেন, শেষ গোলটি ছিল আমার কাছে অসাধারণ। কারণ দীর্ঘদিন পর আমি বক্সের বাইরে থেকে দূরপাল্লার ওই গোলটি করতে পেরেছি।
×