ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাইগারদের সামনে এবার টি২০ চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:৩১, ১২ ফেব্রুয়ারি ২০১৮

টাইগারদের সামনে এবার টি২০ চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ কোথায় মিরপুর টেস্ট শেষ হওয়ার কথা আজ। অথচ আড়াইদিন আগেই শেষ সেই টেস্ট। বাংলাদেশ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরেছে। এর আগে ত্রিদেশীয় সিরিজেও শ্রীলঙ্কার কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছে। এবার বাংলাদেশের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ মিশন আছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি প্রথম টি২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টি২০। দুটি ম্যাচই বিকেল ৫টায় শুরু হবে। টি২০ সিরিজ শুরু হবে বৃহস্পতিবার। সিরিজের আগে দুইদিন প্রস্তুত হওয়ার জন্য হাতে পাওয়ার কথা ছিল। কিন্তু টেস্ট দুইদিন আগে শেষ হয়ে যাওয়ায় রবিবার থেকে চারদিন হাতে পাওয়া গেছে। সিরিজের প্রথম টি২০ ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণাও হয়ে গেছে। যেখানে চমকের পর চমক রয়েছে। পাঁচ নতুন মুখ নিয়ে দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানই আছেন। কিন্তু ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া সাকিব শেষ পর্যন্ত প্রথম টি২০ খেলতে পারবেন না। এমনকি তিনি টি২০ সিরিজেই নাও খেলতে পারেন। বিসিবি ১৫ সদস্যের দল শনিবারই দিয়ে ফেলেছে। যেদিন ভর দুপুরে টেস্ট আড়াইদিনে হেরে গেছে বাংলাদেশ। তরুণদের প্রাধান্য রেখে এবার দল গঠন করা হয়েছে। দলে আছেন সাকিব, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন ধ্রুব। এ ক্রিকেটারদের মধ্যে পেসার রাহি, পেস বোলিং অলরাউন্ডার আরিফুল, উইকেটকিপার ব্যাটসম্যান জাকির, স্পিন অলরাউন্ডার মেহেদী ও আফিফ প্রথমবার টি২০ দলে সুযোগ পেলেন। এর বাইরে সাকিব, তামিম, সৌম্য, মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বির, মুস্তাফিজ, রুবেলরা তো টি২০তে অভিজ্ঞ। কিন্তু সাইফউদ্দিন, রনিরা চার পাঁচটার বেশি টি২০ খেলেননি। তরুণ দল নিয়েই শ্রীলঙ্কাকে বিপাকে ফেলতে চায় বাংলাদেশ। যে তরুণ ক্রিকেটারদের দলে নেয়া হয়েছে, তারা টি২০ দুর্দান্ত খেলেছেন। তাদের মধ্যে কয়েকজন এবার সুযোগ পেতে পারেন তা ধারণাই করে নেয়া হয়েছিল। তাই বলে এক এক করে পাঁচজন। চন্দিকা হাতুরাসিংহে কোচ থাকতে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের আগে যাচাই-বাছাই করতে চার ক্রিকেটারের অভিষেক হয়েছিল। কিন্তু সেটি ছিল দেখে নেয়ার বিষয়। একটু ঝালাই করে নেয়ার বিষয়। কিন্তু এবার পাঁচজন কেন? সেই প্রশ্ন উঠছে। গত দক্ষিণ আফ্রিকা সিরিজে সর্বশেষ টি২০ খেলে বাংলাদেশ। সেখান থেকে সাতজনকে (ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুমিনুল হক, নাসির হোসেন ও শফিউল ইসলাম) বাদ দিয়ে পাঁচজন নতুন ক্রিকেটার নেয়া হয়েছে। সেই সঙ্গে সৌম্য আর তামিমকে নেয়া হয়েছে। কেন এমন? প্রধান কারণ হিসেবে নির্বাচকদের কাছ থেকে যা জানা গেল তা হচ্ছে এমন; ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট খেলে ক্রিকেটাররা ক্লান্ত। সব ফরমেটে সব ক্রিকেটারকে না রাখার ভাবনা আছে। টি২০র জন্য আলাদা একটি দল তৈরি করার চেষ্টা আছে। তা করতে গিয়েই বিপিএলে নৈপুণ্য দেখানো তরুণদের প্রাধান্য বেড়েছে। এখন এ তরুণদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা গেলেই হলো। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে। একটিতে ড্র করেছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালসহ শেষ দুটি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে। এরপর প্রথম টেস্ট ড্র করা গেলেও দ্বিতীয় টেস্টে বাজেভাবে হার হয়েছে। এখন সামনে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি২০ মিশন আছে। শ্রীলঙ্কার টি২০ দলেও আছেন ১৫ জন ক্রিকেটার। টেস্ট দলে যে ক্রিকেটাররা ছিলেন, তাদের মধ্য থেকে দিনেশ চান্দিমাল, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা থাকছেন। বাকিরা দেশে চলে যাবেন। দেশ থেকে টি২০ দলে যোগ দেবেন আমিলা আপোনসো, আসিথা ফার্নান্ডো, আসেলা গুনারতেœ, শেহান মাদুশঙ্কা, জীবন মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, উপুল থারাঙ্গা, ইসুরু উদানা, জেফরে ভ্যানডারসে যোগ দেবেন। শ্রীলঙ্কার নির্ধারিত ওভার আর দীর্ঘ পরিসরের ওভারের খেলার দলে পার্থক্য রয়েছে। যারা ওয়ানডে খেলে দলকে চ্যাম্পিয়ন করান, তাদের বেশিরভাগই আবার টি২০তেও আছেন। এই দলটির বিপক্ষেই বৃহস্পতিবার থেকে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলার মিশনে নামবে বাংলাদেশ।
×