ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতকালীন অলিম্পিকে মেদভেদেভার বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৬:২৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮

 শীতকালীন অলিম্পিকে মেদভেদেভার বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক ধরনের চাপের মধ্যে থাকতে হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল রাশিয়ার এ্যাথলেটরা কেউ শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারবেন কিনা এবং আরেকটি হচ্ছে গত বছরের শেষদিকে মারাত্মক পায়ের ইনজুরি। এ দুটি চাপ কাটিয়ে পিয়ংচ্যাংয়ে চলমান শীতকালীন অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন ইভগেনিয়া মেদভেদেভা। এই অলিম্পিকে রাশিয়া নিষিদ্ধ হলেও দেশটি থেকে কয়েকজন সুযোগ পেয়েছেন অংশ নেয়ার। তারা রাশিয়ার পতাকাতলে অংশ নিতে না পারলেও স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করছেন। আর ওই সুযোগটাই কাজে লাগিয়ে চলমান টিম ইভেন্টে মেয়েদের শর্ট প্রোগ্রামে বিশ্বরেকর্ড গড়েন ১৮ বছর বয়সী মেদভেদেভা। তিনি ৮১.০৬ পয়েন্ট অর্জন করেন। তবে এরপরও মেয়েদের টিম ইভেন্টে সবমিলিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কানাডা। ৩১ পয়েন্ট নিয়ে মেদভেদেভার দল। আর ২৯ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র তিনে। মেদভেদেভা গত বিশ্বচ্যাম্পিয়নশিপসে স্বর্ণপদক জিতেছিলেন। কিন্তু বছরের শেষে গ্রাঁ প্রিঁ ইভেন্টে অংশ নিতে পারেননি পা ভেঙ্গে যাওয়ায়। ক্যারিয়ারের প্রথম অলিম্পিকে অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়ে ওই ভয়ানক ইনজুরির কারণে। এর সঙ্গে যোগ হয়েছিল ডোপ কলঙ্কে জর্জরিত হওয়ায় রাশিয়ার নিষিদ্ধ হওয়া। কিন্তু শেষ পর্যন্ত প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন মেদভেদেভা। দলীয় ইভেন্টেই অংশ নিচ্ছেন তিনি, সঙ্গে আছেন রাশিয়ার বেশ কয়েকজন সতীর্থ। কিন্তু মেদভেদেভা ছাড়া নারী দলের বাকি সতীর্থরা তেমন সুবিধা করতে পারছেন না। যেমন দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন এ সুন্দরী, কিন্তু সতীর্থদের জন্য দলগত অবস্থান শীর্ষে হয়নি। দলগত ইভেন্টে মেয়েদের শর্ট প্রোগ্রামে তিনি সবাইকে চমকে দিলেন জাদুকরী সাফল্য ছিনিয়ে নিয়ে। ‘পারফেক্ট টেন’ পেয়েছেন তিনি বিচারকদের কাছে। সবমিলিয়ে শর্ট প্রোগ্রামে মেদভেদেভার অর্জন ৮১.০৬ পয়েন্ট। তারচেয়ে অনেক পিছিয়ে ছিলেন কানাডার ক্যারোলিনা কস্টনার। তিনি লাভ করেছেন ৭৫.১০ পয়েন্ট। আর যুক্তরাষ্ট্রের ব্র্যাডি টেনেল ৬৮.৯৪ পয়েন্ট স্কোর করেন। এটি চলমান প্রতিযোগিতার পঞ্চম সেরা স্কোর শর্ট প্রোগ্রামে। এর ফলে যুক্তরাষ্ট্র তাদের দলীয় স্কোর বাড়াতে পেরেছে মাত্র ৬। আরও চারটি ইভেন্ট বাকি। সোমবার ফাইনাল হবে মেয়েদের দলগত ইভেন্টের। এখন পর্যন্ত কানাডা ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে। মেদভেদেভার দুর্দান্ত নৈপুণ্য তাদের দুই নম্বরে তুলে এনেছে। কিন্তু ৪ পয়েন্ট পিছিয়ে রাশিয়া থেকে আগত এ্যাথলেটরা। মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে যুক্তরাষ্ট্র (২৯)। খুব একটা পিছিয়ে নেই জাপান ও ইতালি। উভয় দলের পয়েন্ট ২৬ করে। এই ৫টি দলেই দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে। কানাডা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে স্বর্ণপদক জয়ের অন্যতম ফেবারিট তারাই। তবে এখন অনেক আত্মবিশ্বাসী মেদভেদেভা। তিনি দাবি করেন রাশিয়ার এ্যাথলেটদের অলিম্পিকে অংশ নেয়াকে ঘিরে যে অনিশ্চয়তা ছিল এবং তার যে ইনজুরি সমস্যা দুঃশ্চিন্তার তৈরি করেছিল এসবই এখন তাকেসহ সতীর্থদের মানসিকভাবে শক্ত করেছে। এ বিষয়ে এ রাশিয়ান তরুণী বলেন, ‘আমি অলিম্পিকের জাদুকরী ব্যাপারটা অনুভব করেই প্রতিদ্বন্দ্বিতা করছি। এখানে আসার জন্য গত ১০ বছর ধরে অপেক্ষায় ছিলাম। অনেক মানুষই বলতো এটা স্নায়ুচাপের, হ্যাঁ আমিও তেমন বোধ করছি। কিন্তু আমি জানি কিভাবে আমি ভাল করতে পারি। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, আত্মবিশ্বাস ধরে রেখে প্রতিযোগিতা করে যাচ্ছি। মনে হয় এটাই সহায়ক হচ্ছে।’ ফ্রি স্কেট প্রোগ্রামে দুইয়ে কানাডার মেগান ডুহামেল ও এরিক রাডফোর্ড জুটি ১৪৮.৫১ পয়েন্ট নিয়ে এবং রাশিয়া থেকে আসা নাতালিয়া জাবিয়াকো-আলেক্সান্ডার এনবার্ট ১৩৩.২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান পায়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বামী-স্ত্রী জুটি ক্রিস ও এ্যালেক্সা স্কিমেকা নিয়েরিম শীর্ষে। রবিবার সকালেই আইস ডান্সে কানাডার জুটি টেসা ভার্চু ও স্কট মোয়ের দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সবার ওপরে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৮০.৫১ পয়েন্ট স্কোর করেছেন। যুক্তরাষ্ট্রের ভাইবোন জুটি মাইয়া ও এ্যালেক্স শিবুতানি জুটি দ্বিতীয় স্থানে ৭৫.৪৬ পয়েন্ট নিয়ে।
×