ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তানভির আহমেদ

প্রেম থাকে বিশ্বাসে ভালবাসা নিশ্বাসে

প্রকাশিত: ০৬:২১, ১২ ফেব্রুয়ারি ২০১৮

প্রেম থাকে বিশ্বাসে ভালবাসা নিশ্বাসে

আসছে ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস। এর আগের দিনটি ফাল্গুনের প্রথম দিন। অর্থাৎ শুরু হয়ে গেলো বসন্তকাল। ভালবাসার দিন, ভাল লাগার দিন। প্রেম থাকে বিশ্বাসে, ভালবাসা নিঃশ্বাসে। সবসময় ভালবাসা সবার জন্য ভালবাসা প্রতিদিন, প্রতিমাস, প্রতিক্ষণ। দেশের জন্য ভালবাসা, সন্তানের জন্য ভালবাসা, বাবা-মার জন্য ভালবাসা, স্বামী-স্ত্রীর ভালবাসা, বন্ধু-বান্ধবের ভালবাসা, প্রেমিক প্রেমিকার ভালবাসা, শুভাকাক্সক্ষী ও শুভার্থীর জন্য ভালবাসা, সব ভালবাসার মূলমন্ত্র একটাই, সেটা হলো নিজেকে অন্যের সুখ দুঃখ, হাসি কান্নায় অংশীদার করা। ভালবাসার জন্য সবচাইতে বেশি প্রয়োজন সুন্দর মন। রুচিশীল চিন্তাভাবনা। কারও ক্ষতি না করার মনমানসিকতা গড়ে তোলা, ভালবাসায় কারও ক্ষতি, অহংকার, থাকা কাম্য নয়। নিজের সুন্দর মনটাকে সুন্দরভাবে অন্যকে উপস্থাপন করাই ভালবাসা। আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা, উগ্রতা, বিদেশী সাংস্কৃতির ছায়া অনুকরণ, আমাদের প্রকৃত ভালবাসা কালো আঁধারে অন্ধ গলির চোরাপথে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তির ভাল দিকটার চাইতে খারাপ দিকটাই ঝুঁকে পড়েছে। একেকজন একেকভাবে ভালবাসা প্রকাশ করে থাকে। আবার কারও ভালবাসা ষোলো আনাই শব্দহীন; কোনই প্রকাশ নেই। কেউ লোক দেখাবার জন্য ভালবাসার কথা বলে বেড়ায়, কেউ জন্মগতভাবেই লাজুক স্বভাবেরÑ চুপচাপ থাকে। এসব কিছু সমানভাবে বিবেচনায় না নিলে বিষয়টা আমাদের পক্ষে বোঝা কঠিন হবে। আমার বাবা আমার মাকে কোনদিন ‘আই লাভ ইউ’ বলেছেন বলে শুনিনি। পক্ষান্তরে, আমার মার বেলায়ও একই কথা প্রযোজ্য। বলতে পারেন, আমার জন্মের আগেও তো আমার জনক-জননীর মাঝে এমন কথার আদান-প্রদান হয়ে থাকতে পারে। আর আমি শুনিনি, তাই বলে যে তারা পরস্পরের মধ্যে এই মধুর বাণী কখনো বিনিময় করেননি তার কি কোন নিশ্চয়তা আছে? না, তা নেই, তবে তাদের মেজাজ এবং স্বভাব-প্রকৃতি সম্পর্কে আমার যে ধারণা তাতে মনে হয় না তারা নিজেদের মধ্যে এমন কথা কোনদিন বলে থাকবেন। আমার এ বক্তব্যের সঙ্গে আমার ভাইবোনেরাও কেউ দ্বিমত পোষণ করবে বলে মনে করি না। শুধু আমাদের পরিবার নয়; আমার বন্ধুদের মধ্যেও অনেককে জিজ্ঞেস করেছি। তাদের মা-বাবা সম্বন্ধেও তাদের একই মতামত। ভালবাসার কথাটা মুখে প্রকাশ না করলেও আমাদের বাপ-দাদা ও পূর্বপুরুযাদের মধ্যে যে ভালবাসা ছিল না বা কম ছিল তা কস্মিনকালেও বলা যায় না, বরং উল্টোটাই সত্য। চারটি অক্ষরের একটি শব্দ ভালবাসা। আর এই ভালবাসার অভাব এখন সবচেয়ে বেশি। ক্রমাগত আমরা এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি যে, সহমর্মিতা যেন বিলীন হওয়ার পথে। কিন্তু এটা তো চাই না। কখন যে কাকে ভাল লেগে যায় তা বলা যায় না। ভালবাসা বলে-কয়ে আসে না। যখন আসে তখন আগলে ধরে রাখতে হয়। ভালবাসা হচ্ছে একে অন্যের মাঝে বোঝাপড়া। ভালবাসার শেষ নেই, আছে শুধু অপেক্ষা। তথ্য প্রযুক্তির ব্যবহারের সঙ্গে আমাদের ভালবাসা রং, ঢং, চেহারা ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন ভাল লাগতে সময় লাগে না। আবার ভাঙতেও বেশি সময় নেয় না। মনের সঙ্গে মনের মিল বিষয়টি এখন গৌণ হয়ে গেছে। বাহ্যিক চাকচিক্য টাকা পয়সা আর উপহারের বিষয়টিতে চলে গেছে ভালবাসায়। চাওয়া-পাওয়ায় এসেছে ব্যাপক পরিবর্তন। প্রেমিক-প্রেমিকার ভাব বিনিময়ও বদলে গেছে। কিন্তু এমনতো হওয়ার কথা ছিল না। দিনে দিনে মানুষের মন থেকে মায়া-মমতা, ভালবাসা উঠে যাচ্ছে। হিংসা, লোভ-লালসা আর অর্থের অহমিকা ক্রমাগত বেড়েই চলেছে। প্রতিযোগিতা দিয়ে চলছে ঠকানোর কাজ। অবিশ্বাস আর প্রতারণা চলছে সমানতালে। ভালবাসা দিবসে ভালোবাসা নেই, কথাটি শুনতে চাই না। ভালবাসা চাই সবার জন্য। দেশে এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে ভালবাসা। রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও ধ্বংসযজ্ঞ পরিহার করে আসুন আমরা সবাই দেশকে ভালবাসি। ভালবাসা হোক মঙ্গলের প্রজ্বলিত প্রদীপ।
×