ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে ॥ নজরুল

প্রকাশিত: ০৬:১২, ১২ ফেব্রুয়ারি ২০১৮

সরকার খালেদা  জিয়ার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে জেলে দিয়ে সরকার তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নজরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করবে। আমরা কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ উৎসাহিত করি না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিকভাবেই আন্দোলন করবে। খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে এ পর্যন্ত বিএনপির ৪ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ন্যায়বিচার পাননি দাবি করে নজরুল ইসলাম খান বলেন, তার প্রতি সুবিচার করা হয়নি। আর মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে সেটি বিস্ময়কর। কেউ বিশ্বাস করবে তিনি ২ কোটি টাকা তছরুপ করেছেন? তাছাড়া টাকা তছরুপ তো হয়নি। বরং আরও তিনগুণ বেড়েছে। তিনি বলেন, ট্রাস্টের টাকার অনিয়ম হলে তা দেখার জন্য পৃথক বিভাগ আছে। কিন্তু এই বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তো দেখার কিছু নেই। তাছাড়া এ মামলায় খালেদা জিয়ার কোন সম্পৃক্ততা নেই। জিয়া অরফানেজ ট্রাস্টের কোন কর্মকা-ে তিনি সংশ্লিষ্ট ছিলেন না। এর আগে তারেক রহমানের একটি মামলায় তাকে খালাস দেয়া হলে সেই মামলার বিচারক দেশে থাকতে পারেননি। এমন দৃষ্টান্ত রেখে কোন বিচারক সুবিচার করবেন তা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র তো নানান রকম আছে। আপনারা আল্লাহর ওয়াস্তে আবেগের বশবর্তী হয়ে কোন ষড়যন্ত্রে অংশীদার হবেন না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করবেন। আয়োজক সংগঠনের সহ-সভাপতি ডাঃ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ডাঃ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফাওয়াজ হোসেন শুভ, তথ্যগবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, আয়োজক সংগঠনের যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
×