ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাডভোকেট জয়নুল ব্যারিস্টার মাহবুব ও কায়সার কামালের আগাম জামিন

প্রকাশিত: ০৬:১১, ১২ ফেব্রুয়ারি ২০১৮

এ্যাডভোকেট জয়নুল ব্যারিস্টার মাহবুব ও কায়সার কামালের আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রমনা থানায় দায়ের করা তিন মামলায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এসব মামলায় পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত তারা জামিনে থাকবেন বলে আদেশে বলা হয়েছে। অন্যদিকে রাজধানীর নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে রুল দিয়েছেন আদালত। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সিদ্ধান্ত স্থগিত ॥ রাজধানীর নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে রুল দিয়েছেন আদালত। রবিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। নিউমার্কেটের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে জানুয়ারি মাসে কয়েকশ ব্যবসায়ী সড়ক অবরোধ করেন। পরে ঢাকার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত উপরিউক্ত আদেশ দেন।
×