ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমলাপুর থেকে জঙ্গী সুমন গ্রেফতার

প্রকাশিত: ০৬:১১, ১২ ফেব্রুয়ারি ২০১৮

কমলাপুর থেকে  জঙ্গী সুমন  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানী ঢাকার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তৌফিক হোসেন ওরফে সুমন (৩৪) নামে এক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ কার্যালয়ের সহকারী পরিচালক শেখ বিল্লাল হোসেনের পাঠানো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, তৌফিক হোসেন সুমন সুইজারল্যান্ড থেকে ফরাসি ভাষার ওপর কোর্স করে এবং ২০০৯ সালে সুইস হোটেল ম্যানেজমেন্ট স্কুল সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টের ওপর ডিগ্রী অর্জন করে। ২০১০ সালে সে বাংলাদেশে আসার পর তার সমমনা লোক ও সংগঠনগুলোর অনুসন্ধান করতে থাকে। এরই ধারাবাহিকতায় সে মোহাম্মদপুরের বসিলায় জসিম উদ্দিন রাহমানির মসজিদে যাতায়াত শুরু করে এবং ইন্টারনেট থেকে বিভিন্ন উগ্রবাদী বক্তব্য ও ভিডিও দেখে কথিত জিহাদের প্রতি আকৃষ্ট হয়। উগ্রবাদী বক্তব্য ভালভাবে বোঝার জন্য সে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি ভাষার ওপর কোর্স করে। কোর্স করাকালীন সময়ে ইফতেখার নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। এই ইফতেখারের মাধ্যমেই পরবর্তীতে সে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে। সে আনসার আল ইসলামে যোগদান করার পর সাংগঠনিক দক্ষতার কারণে সদস্যদের ওপরে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। ২০১৫ সালের মে মাসে তার সঙ্গী ইফতেখার, ফাহাদ, রাহাত, আসাদসহ আরও কয়েকজনকে বিস্ফোরক দ্রব্যাদিসহ রাজধানীর খিলগাঁও, সূত্রাপুর ও মোহাম্মদপুর থেকে পুলিশ কর্তৃক গ্রেফতার হলেও তৌফিক কৌশলে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিল। আনসারুল্লাহ বাংলা টিমে দাওয়াত দিয়ে তার দলে অন্তর্ভুক্ত করার কাজ করছিল। গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।
×