ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি প্রগতিশীল ছাত্রজোটের

প্রকাশিত: ০৬:১১, ১২ ফেব্রুয়ারি ২০১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি প্রগতিশীল  ছাত্রজোটের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রশ্নফাঁস রোধ করতে না পারায় অবিলম্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করেছেন প্রগতিশীল ছাত্র জোট। রবিবার দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। সম্মেলনে প্রশ্নফাঁস শিক্ষাখাতে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবির পক্ষে তারা আগামী ১৪ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়। সংবাদ সম্মেলন থেকে প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখতে সচেতন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের রাজপথে প্রতিবাদে শামিল হবার আহ্বান জানানো হয়। সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটা পাবলিক পরীক্ষাতেই প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। কিন্তু প্রশ্নফাঁস বন্ধ করতে সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। এটি বর্তমান শিক্ষাব্যবস্থার চরম অসারতার ফল। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান প্রমুখ।
×