ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবাসিক গ্রাহক শ্রেণীতে সরকার গ্যাস সংযোগ বন্ধ রেখেছে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৮, ১২ ফেব্রুয়ারি ২০১৮

আবাসিক গ্রাহক  শ্রেণীতে সরকার গ্যাস সংযোগ বন্ধ রেখেছে ॥ প্রতিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ দেশের ক্রমহ্রাসমান মূল্যবান সম্পদ প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে মূল্যে সংযোজন ক্ষমতাসম্পন্ন গ্রাহক শ্রেণীতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে। বিকল্প জ্বালানি সহজলভ্য হওয়ায় সরকার বর্তমানে আবাসিক শ্রেণীতে গ্যাস সংযোগ প্রদান আপাতত স্থগিত রেখেছে। আবাসিক খাতে পাইপলাইনে গ্যাসের পরিবর্তে এলপিজি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য বেগম লায়লা আরজুমান বানুর প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরকার দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চাহিদা অনুযায়ী বর্তমানে শীতকালে গড়ে প্রতিদিন ৮ থেকে সাড়ে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হচ্ছে। শীতকালে চাহিদাও প্রায় সমান। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি থাকায় কোন বিদ্যুত ঘাটতি পরিলক্ষিত হচ্ছে না। তবে গ্রীষ্মকালে সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের সীমাবদ্ধতা, গ্যাস সরবরাহের অপ্রতুলতা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মাঝে মধ্যে বিদ্যুত বিভ্রাট ঘটে। তিনি জানান, বর্তমান সরকার সবার জন্য বিদ্যুত সুবিধা নিশ্চিতকল্পে বিদ্যুত খাতে যুগোপযোগী বাস্তবসম্মত টেকসই পরিকল্পনা প্রণয়নপূর্বক নতুন নতুন বিদ্যুত কেন্দ্র নির্মাণ এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুত আমদানির ব্যবস্থা গ্রহণ করেছে।
×