ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শত কোটির পথে

প্রকাশিত: ০৫:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০১৮

শত কোটির পথে

২০১৭ সালে ৭৭ কোটি ২০ লাখ অনলাইন জনসংখ্যার হিসাব দেয়া হয়েছে চীনের ইন্টারনেট ডেভেলপমেন্টের প্রতিবেদনে, যা ২০১৬ সালের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বেশি। চীনে আগের বছরের চেয়ে চার কোটির বেশি প্রাহক অনলাইনে এসেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার জানায়, আগের বছর দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ৫৫ দশমিক ৮ শতাংশ, যা বৈশ্বিক গড়ের চেয়ে ৪ দশমিক ১ শতাংশ বেশি। ২০১৭ সালে দেশটির পল্লী অঞ্চলের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বলা হয়েছে ২০ কোটি ৯০ লাখ, ২০১৬ সালের চেয়ে ৭৯ লাখ ৩০ হাজার বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির ৭৫ কোটি ৩০ লাখ মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯৭ দশমিক ৫ শতাংশ। চীনের এই বিস্তৃত অনলাইন গ্রাহকের কাছে নিজেদের সেবা পৌঁছে দেয়ার প্রয়াশ রয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। কিন্তু দেশটির নীতিমালায় গুগল, ফেসবুক, এ্যাপলের মতো প্রতিষ্ঠানের সেবাও বন্ধ করে রাখা হয়েছে। তবে দেশটিতে ব্যবসা ফেরাতে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। -আইএএনএস
×