ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ মার্চ

প্রকাশিত: ০৫:৪২, ১২ ফেব্রুয়ারি ২০১৮

 টাঙ্গাইলের মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টাঙ্গাইলের মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালে এ সময় প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রণদা প্রসাদ সাহা হত্যায় অভিযুক্ত টাঙ্গাইলের মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পক্ষ। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়। রণদা প্রসাদ সাহা হত্যায় জড়িত অভিযোগে টাঙ্গাইলের মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন গত ২ নবেম্বর প্রকাশ করে।
×