ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের ৩য় ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু

প্রকাশিত: ০৫:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের ৩য় ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের নবনির্মিত ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৩য় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। রবিবার উৎপাদন শুরুর পর দুপুর পর্যন্ত এই ইউনিটের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ২৭৫ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এতে দেশের উত্তরাঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুত চাহিদা মিটবে। সেই সঙ্গে শিল্প কলকারখানা ও কৃষিখাতে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে উন্নীত হবে। বন্ধ হবে অনাকাক্সিক্ষত লোডশেডিং। এ কথাই জানালেন তাপবিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ। এর আগে ৩য় ইউনিটের নির্মাণ কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস আগে গত ১০ নবেম্বর এ ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুত উৎপাদন শুরু করা হয়। প্রায় ৫০ দিন পরীক্ষামূলক বিদ্যুত উৎপাদন শেষে নির্ধারিত সময়ের ৬ মাস আগে রবিবার এ ইউনিট থেকে বিদ্যুতের বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হলো। নতুন ইউনিট থেকে বিদ্যুতের বাণিজ্যিক উৎপাদন শুরুর বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ৩য় ইউনিট থেকে উৎপাদিত ২৭৫ মেগাওয়াট বিদ্যুত প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর ফলে উত্তরাঞ্চলের শিল্প কলকারখানা ও কৃষি খাতের বিদ্যুত চাহিদা পূরণ সম্ভব হবে এবং এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা কমবে।
×