ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর আর নেই

প্রকাশিত: ০৫:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর আর নেই

বিডিনিউজ॥ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার কর্মী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী আসমা জাহাঙ্গীর আর নেই। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে পাকিস্তানের একটি হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বাবা মালিক গোলাম জিলানী ১৯৭১ সালে তদানীন্তন পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। মরহুমার পরিবারের সদস্যদের বরাত দিয়ে পাকিস্তানী সংবাদমাধ্যম ডন নিউজ এ খবর জানিয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে নিজের জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিয়ে যেসব পাকিস্তানী নির্যাতিত বাঙালীর পক্ষে দাঁড়িয়েছিলেন আসমার বাবা তাদের একজন। ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর তার মুক্তি দাবিতে জেনারেল ইয়াহিয়াকে খোলা চিঠি লিখেছিলেন মালিক গোলাম জিলানী। এ জন্য তাকে কারাবরণ করতে হয়। ২০১৩ সালে বাংলাদেশ সরকার একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে দাড়ানো ৬৯ বিদেশী বন্ধুকে সম্মাননা দেয়। তাদের মধ্যে যে ১৩ পাকিস্তানী ছিলেন, তাদের একজন আসমার বাবা মালিক গোলাম জিলানী। ওই সময় বাবার সম্মাননা সনদ নিতে ঢাকায় এসেছিলেন আসমা জাহাঙ্গীর।
×