ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুদকের শুভেচ্ছা দূত হলেন সাকিব

প্রকাশিত: ০৫:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৮

দুদকের শুভেচ্ছা দূত হলেন সাকিব

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যুবসমাজসহ সকলকে উদ্বুদ্ধ করতে দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হলেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাকিব ও দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ জাফর ইকবাল চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব মোঃ শামসুল আরেফিনসহ কমিশনের কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, দুদকের মত এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে খুবই গর্ববোধ করছি। আমার দ্বারা যদি একজন মানুষেরও উপকার হয়, একটি দুর্নীতিও যদি কম হয়, সেটাও আমার বড় পাওয়া। তারকা ক্রিকেটার বলেন, আমরা সবাই মিলে যদি কোন ভাল কাজ করতে পারি এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারি, সেটাই আমাদের আসল লক্ষ্য। সেই লক্ষ্য থেকে এখানে আসা। আশা করি আমাদের এই পথচলা অনেক দিনের হবে। তিনি সবাই মিলে দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যাশার কথা জানান। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, যুবশক্তি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তিসহ সকল শক্তির মূল উৎস যুবসমাজ। এই যুবসমাজের আইকন হচ্ছেন সাকিব আল হাসান। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞ তিনি আমাদের মাঝে এসেছেন। ভবিষ্যতে দুদকের দুর্নীতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠানে ‘সময় পেলে’ সাকিবকে অংশ নিতে অনুরোধ করেন কমিশনের চেয়ারম্যান। রসিকতা করে একে ‘তথাকথিত’ চুক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আমাদের মনের চুক্তি আগেই হয়েছে, আর্কাইভের জন্য কাগজের চুক্তি স্বাক্ষরিত হল।
×