ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাঁচ দিনব্যাপী কারুশিল্প প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৪:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৮

পাঁচ দিনব্যাপী কারুশিল্প প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে মতিঝিলস্থ বিসিক ভবনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বসন্তমেলা ও কারুশিল্প প্রদর্শনী। রবিবার বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। বিসিকের নক্সা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্য সামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদানের উদ্দেশ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নক্সীকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটজাত হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে জয়নুল আবেদিন প্রদর্শনকক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদর্শনী। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৫১টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উদ্বোধন করে বিসিক চেয়ারম্যান বলেন, কুটির ও হস্তশিল্প খাতের পণ্যের চাহিদা মেটাতে ক্রেতাদের চাহিদানুযায়ী আকর্ষণীয় নতুন ও মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বিসিক থেকে কারুশিল্পীদের সম্ভাব্য সকল প্রকার সেবা-সহায়তা প্রদান করা হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্থাভাবে শিল্প স্থাপন না করতে পারলে বিসিকের নিজস্ব তহবিল থেকে ঋণ কর্মসূচীর আওতায় এসব উদ্যোক্তাকে ঋণ সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।
×