ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুগলকে ২ কোটি ১২ লাখ মার্কিন ডলার জরিমানা

প্রকাশিত: ০৪:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

গুগলকে ২ কোটি ১২ লাখ মার্কিন ডলার জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইন সার্চ ইঞ্জিন গুগলকে ২ কোটি ১২ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে ১৯০ পৃষ্ঠার অভিযোগপত্র তৈরি করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন। এতে বলা হয়েছে, ইন্টারনেট জগতে জনপ্রিয়তা ও শক্ত অবস্থানের অপব্যবহার করেছে গুগল। এতে ক্ষতির মুখে পড়ছে এই সার্চ ইঞ্জিনের ব্যবহারকারীরা। গুগলের এমন কার্যক্রমে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ছে।
×