ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এখনও উর্ধমুখী পেঁয়াজের বাজার

প্রকাশিত: ০৪:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

এখনও উর্ধমুখী পেঁয়াজের বাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিবছর এ সময় পেঁয়াজের বাজার স্বাভাবিক থাকলেও এ বছর এখনও উর্ধমুখী নিত্যপণ্যটির দাম। এরই মধ্যে বাজারে এসেছে নতুন মৌসুমের দেশী পেঁয়াজ। তবে সরকারী বিপণনকারী সংস্থা টিসিবির হিসাবে এখনও এর দাম গেল বছরের একই সময়ের চেয়ে তিন গুণেরও বেশি। এদিকে, কমছে না আমদানি করা পেঁয়াজের দামও। গেল বছর যেটি প্রতিকেজি বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায় এখন তা বিক্রি হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ টাকায়। বাজারে দেখা মিলতে শুরু করেছে নতুন মৌসুমের দেশী পেঁয়াজ। এতে, আগের চেয়ে কিছুটা দাম কমলেও অন্য বছরের তুলনায় এখনও তা তিন গুণেরও বেশি। সরকারী বিপণন সংস্থা টিসিবির হিসাবে একই সময়ের তুলনায় দেশী পেঁয়াজের দাম এখনও বেশি ১৭০ শতাংশ। দেশী পেঁয়াজের দাম কিছুটা কমলেও ভারতীয় পেঁয়াজের দাম এখনও রয়েছে অনেকটা অপরিবর্তিত।
×