ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারিকেল ছোবড়ার পণ্য রফতানিতে নগদ সহায়তা

প্রকাশিত: ০৪:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

নারিকেল ছোবড়ার পণ্য রফতানিতে নগদ সহায়তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নারিকেল ছোবড়া দ্বারা উৎপাদিত পণ্য রফতানিতে নগদ সহায়তা দেয়া হবে। রফতানিতে উৎসাহিত করতে সম্প্রতি এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, হোগলা, খড়, আখের ছোবড়া ইত্যাদি দিয়ে তৈরি পণ্যের পাশাপাশি নগদ সহায়তা প্রাপ্তির তালিকায় নারিকেল ছোবড়ার দ্বারা উৎপাদিত পণ্য অন্তর্ভুক্ত হবে। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন সময়ে জাহাজীকৃত নারিকেল ছোবড়া দ্বারা উৎপাদিত পণ্যের ক্ষেত্রে নগদ সহায়তার এ সুবিধা প্রযোজ্য হবে। তবে আলোচ্য সুবিধা প্রাপ্যতার ক্ষেত্রে যে সব আবেদনপত্র দাখিলের সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে।
×