ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫০ শতাংশ কোম্পানির লোকসান বেড়েছে

প্রকাশিত: ০৪:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮

 খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫০ শতাংশ কোম্পানির লোকসান বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৮টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে ১৬টি প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর ২০১৭ (জুলাই-ডিসেম্বর) সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫০ শতাংশের শেয়ার প্রতি লোকসান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আর্থিক প্রতিবেদন প্রকাশ করা খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টির বা ৫০ শতাংশের লোকসান হয়েছে, শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭টির বা ৪৩.৭৫ শতাংশের এবং ইপিএস আগের বছর থেকে কমেছে ১টির বা ৬.২৫ শতাংশের। ছয় মাসে সর্বোচ্চ লোকসান বেড়েছে মেঘনা কনডেন্সড মিল্কের। কোম্পানিটির লোকসান ২৩৫ শতাংশ বেড়েছে এবং লোকসান সবচেয়ে কম ৮ শতাংশ বেড়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের। এ সময়ে দুইটি কোম্পানির লোকসান কমেছে। কোম্পানি দুইটি হলো : বঙ্গজ ও বিচ হ্যাচারির। ছয় মাসে সবচেয়ে বেশি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ফু-ওয়াং ফুডের। কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৯ শতাংশ এবং ইপিএস সবচেয়ে কম ৩ শতাংশ বেড়েছে এএমসিএলের (প্রাণ)। তবে ছয় মাসে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে মাত্র ১টি বা ৬.২৫ শতাংশ প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি হলো জেমিনি সি ফুড।
×