ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পূজার প্রসাদ খেয়ে অসুস্থ ৫০

প্রকাশিত: ০৪:১৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

পূজার প্রসাদ খেয়ে  অসুস্থ ৫০

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে নীলফামারীর ডোমারে শিশু ও বৃদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। রবিবার সকালে ২৫ জনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর দুপুরে ৭ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোগড়া সাধুপাড়া এলাকায় পূজার প্রসাদ খেয়ে এ ঘটনা ঘটে। পূজা প্রদানকারী সুরধ্বনি রায় জানান, গরুর বাছুর হওয়ায় ও নাতি দিলিপ রায় সমাপনী পরীক্ষায় ভাল ফল করায় আমি মন্দিরে কলা, চিড়া, দই, চিনি দিয়ে প্রসাদ তৈরি করে পূজা দেই। প্রসাদ খাওয়ার পরে রবিবার ভোর হতে বেশকিছু শিশু ও মানুষজনের বমি ও পাতলা পায়খানা হতে থাকে।
×