ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা ॥ চবি শিক্ষক বহিষ্কার

প্রকাশিত: ০৪:১৪, ১২ ফেব্রুয়ারি ২০১৮

ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা ॥ চবি শিক্ষক বহিষ্কার

চবি সংবাদদাতা ॥ ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি শিক্ষক আনোয়ার হোসেন গত বছরের ১৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১২ ধারা ১৫(এ) অনুসারে তাকে ১৮ ডিসেম্বর হতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িক বহিষ্কার করা হলো। তবে সাময়িক বহিষ্কার হলেও বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নবেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ছেলেকে হত্যা করা হয়েছে এই অভিযোগ এনে ২৪ নবেম্বর দিয়াজের মা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন।
×