ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় বিএফইউজে সমাবেশে সাগর-রুনী হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৪:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

খুলনায় বিএফইউজে সমাবেশে সাগর-রুনী  হত্যার দ্রুত বিচার  দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের দ্রুত বিচার দাবিতে রবিবার খুলনা প্রেসক্লাব চত্বরে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, দীর্ঘদিনেও মামলাটির অগ্রগতি নেই। মামলার তদন্তকারী সংস্থা বার বার সময় নিয়েছে। একটি সংস্থা আদালতে বলেছে কিছুই পায়নি। এটা আইনের শাষণের সূচক নয়। তিনি তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে বলেন, যত দ্রুত এ হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা যাবে তত দ্রুত দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি সাগর-রুনী হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করে বলেন, মামলাটির বিচার না হওয়া পর্যন্ত এ বিষয়টি সাংবাদিক ইউনিয়নের দাবির তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহামুদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি এস এম জাহিদ হোসেনসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ। বিএফইউজে সভাপতি আরও বলেন, বাংলাদেশে প্রায় দু’ডজনের বেশি সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যাকান্ডের শিকার হয়েছেন। কিন্তু বিচার হয়নি। সাংবাদিক মানিক সাহা হত্যার বিচার হলেও তার পরিবার এবং সাংবাদিক সমাজ তা গ্রহণ করেনি। তিনি আক্ষেপ করে বলেন, আমরা এমন একটা দেশে পেশাগত দায়িত্ব পালন করি যেখানে সাংবাদিক হত্যাকান্ডের বিচার হয় না। সমাবেশে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক সাগর-রুনী হত্যার দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সব সাংবাদিক হত্যাকা-ের শিকার হয়েছেন সে সব হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। . রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন। রবিবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব অপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি প্রমুখ। বক্তারা অতিদ্রুত সাগর-রুনী হত্যাকান্ডের ঘটনার তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান।
×