ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে অগ্নিকান্ডে শিশু নিহত

প্রকাশিত: ০৪:১১, ১২ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুরে অগ্নিকান্ডে শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১১ ফেব্রুয়ারি ॥ বকশীগঞ্জ উপজেলায় শনিবার মধ্যরাতে আসিফ নামের পাঁচ বছরের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। অগ্নিকান্ডে ওই শিশুর পিতা হামিদুর রহমান সামান্য এবং তার নয় বছরের আরেক ছেলে শিশু হামজা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। শিশু হামজাকে রবিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর গ্রামে এক হতদরিদ্র পরিবারে এই ঘটনা ঘটে। . . মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দুপুর পৌনে ২টায় শিমুলিয়া ১নং ফেরিঘাট ও লঞ্চঘাটের মাঝখানে খলিলের তেলের দোকানে প্রথমে এই আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় একটি স্পীডবোট পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। . সুনামগঞ্জ নিজস্ব সংবাদদাতা সুনামগঞ্জ থেকে জানান, তাহিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যাবসায়ীরা। রবিবার ভোররাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বাগলী গ্রামের বীরেন্দ্রনগর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, ভোর আনুমানিক ৩টার দিকে বাগলী বাজারের পশ্চিমের গলির খালেক মোশারফের মালিকানাধীন ভাড়া দেয়া আয়নাল হকের মিষ্টির দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই অগ্নিকান্ড ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী রজব আলীর মনোহারী দোকান ও আঃ রাজ্জাকের দোকান কোটায় আগুন লেগে পুড়ে যায়।
×