ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা

টাঙ্গাইলে এমপির উপস্থিতিতে আংশিক সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ০৪:০৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইলে এমপির উপস্থিতিতে আংশিক সাক্ষ্য গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১১ ফেব্রুয়ারি ॥ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চারবার পেছানোর পর রবিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কারা এ্যাম্বুলেন্সে করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। এরপর বেলা ১১টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। টাঙ্গাইল আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি এমপি রানার উপস্থিতিতে বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এজলাসে আসেন। এরপর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালতে মামলার বাদী ও নিহতের স্ত্রী নাহার আহমেদের জবানবন্দী গৃহীত ও আংশিক সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া বাকি আরও দুই সাক্ষী নিহতের ছেলে আহমেদ মজিদ সুমন ও মেয়ে ফারজানা আহমেদ মিথুনের হাজিরা আদালতে দাখিল করা হয়। কারাগার থেকে এ মামলার প্রধান আসামি এমপি রানাসহ টাঙ্গাইল কারাগারে থাকা আরও তিন আসামি মোহাম্মদ আলী, আনিছুর রহমান রাজা ও সমিরকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আসামি নাসির উদ্দিন নুরু, মাসুদুর রহমান মাসুদ ও ফরিদ আহম্মেদ আদালতে হাজিরা দেন।
×