ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ফুটবলারসহ নিহত ছয়

প্রকাশিত: ০৪:০৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় ফুটবলারসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বাঁশখালীতে ফুটবলারসহ দুই, কুষ্টিয়ায় চালকসহ দুই, রাজশাহীতে চালক ও ভালুকায় বৃদ্ধ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। . বাঁশখালী পটিয়া উপজেলার শিকলবাহা আরাকান সড়কে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার বিকেলে পটিয়া কলেজ বাজার এলাকায় বাস-সিএনজি অটোট্যাক্সির সংঘর্ষে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজারসংলগ্ন এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র কৃতী ফুটবলার মোজাফ্ফর আহমদ ছোটন (২৫) ও চাম্বল এলাকার রিদুয়ান (৪০) নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ট্যাক্সির ড্রাইভারসহ বাঁশখালীর আরও ৪ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের এখনও পরিচয় জানা . কুষ্টিয়া পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের খবির উদ্দিন প্রামাণিকের ছেলে তুহিন প্রামাণিক (৪৫) ও পটুয়াখালী জেলার পশ্চিম শরিয়তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে আবদুর রহমান পোদ্দার (৩০)। মিরপুর উপজেলার রানাখড়িয়া থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া আসার পথে মঙ্গলবাড়িয়া নামক স্থানে সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তুহিন প্রামাণিক নিহত হয়। অপরদিকে ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর এলাকায় পটুয়াখালী থেকে আসা ইলিশবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে মিনি ট্রাকের চালক আবদুর রহমান পোদ্দার নিহত হয়। . রাজশাহী গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে বিলাশ (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সারাংপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিলাশ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামানাশপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। . ভালুকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় রবিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় গিয়াস উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার সময় রাস্তা পার হতে গিয়ে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মৃত আব্বাস মুন্সীর পুত্র গিয়াস উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×