ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৩:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

টঙ্গী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১১ ফেব্রুয়ারি ॥ রবিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল। এ উপলক্ষে টঙ্গী প্রেসক্লাব চত্বরে দোয়া ও আলোচনা সভায় এমপি রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকার দিয়েছেন। দেশে বর্তমানে সংবাদ মাধ্যমের অবাধ তথ্য প্রকাশের সুযোগ রয়েছে। তিনি সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানিয়ে বলেন, সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশে সাংবাদিকদের পিছপা হলে চলবে না। সমাজের ভাল-মন্দ দিক ও ভুলভ্রান্তি ধরিয়ে দেয়াই সাংবাদিকদের প্রধান কাজ। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ কাশেম রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আজমত উল্লা খান, ফজলুল হক, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। নর্দান ভার্সিটিতে সেমিনার নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কালচারাল ক্লাব ও বিডিওএসএনের যৌথ উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। ‘চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশন: প্রিপারিং ফর দ্য ফিউচার’ শিরোনামে সেমিনারে বক্তা হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রাম কো অরডিনেটর মুনির হাসান। সেমিনারে শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার গঠনের জন্য নিজেদের তৈরি হওয়ার প্রয়োজনীয়তা এবং প্রস্তুতির বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি । আরও উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মাদ শফিউল্লাহ (পিএসসি), বিভাগীয় প্রধান প্রফেসর ড. একরামুল ইসলাম, বিবিএ প্রোগ্রাম কো-অরডিনেটর শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের ডিরেক্টর লুৎফর রহমান, এ্যাডিশনাল ডিরেক্টর ফয়জুল্লাহ কৌশিকসহ বিভাগের অন্য শিক্ষকম-লী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা। -বিজ্ঞপ্তি।
×