ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ৭০ লাখ টাকার হীরার গহনা উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮

সাতক্ষীরায় ৭০ লাখ টাকার হীরার গহনা উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সীমান্ত থেকে পাচার করে আনার সময় বিপুল পরিমাণ হীরার গহনা আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্যে প্রায় ৭০ লাখ টাকা। রবিবার সকাল ৯টায় সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। বিজিবি জানান, ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তে চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। এ সময় সীমান্তের ৩ নংমেইন পিলারের সাব পিলার ২/৩ এর ৭০ গজ বাংলাদেশী সীমান্ত থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করা হয়। গহনাগুলো হীরার কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষার পর সেগুলো হীরার গহনা নিশ্চিত হওয়ায় রবিবার এই তথ্য জানানো হয়। গহনা গুলোর মধ্যে ৯৭ পিস হীরার আংটি, ২০ পিস ডায়মন্ডের লকেট ও ৫০ পিস নাকফুল। যার মূল্যে প্রায় ৭০ লাখ টাকা। সিলেটে মাটি ধসে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলা এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের মাটি ধসে এক পাথর শ্র্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় ইন্তাজ মিয়ার গর্তে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাছির মিয়া (৪২)। তার বাড়ি কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামে। তার পিতার নাম রুপা মিয়া। ফরিদপুরে ১৫ পেট্রোলবোমাসহ বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রাম থেকে রবিবার ভোরে ১৫ পেট্রোলবোমাসহ একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এ সময় আটককৃত শাহরিয়ারহোসেন শান্তর কাছ থেকে ৯০ ইয়াবা উদ্ধার করা হয়। ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব সদস্যরা রবিবার ভোর ৫টার দিকে চর কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে শাহারিয়ার হোসেন শান্তকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা ১৫টি পেট্রোলবোমা ও ৯০ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত শান্ত ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
×