ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৩:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৮

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পিটিয়ে দুইজনকে আহত করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে গেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার ঝাউগড়া এলাকায়। জানা গেছে, আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া এলাকার কলেজ শিক্ষক আহাম্মদ আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল বাড়ির কেচি গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে ও পিটিয়ে আহত করে। পরে সু-কেস ও স্টিলের আলমারী ভেঙ্গে নগদ ৫৩ হাজার টাকা ও ১০ ভরি ওজণের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতদল। ডাকাতদের হামলায় আহত হয় গৃহকর্তা আহাম্মদ আলী (৪৫), ছেলে অমি (১৫) ও তার পাওয়ারলুম কারখানার শ্রমিক কুহিনূর (২৮)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে রাত দেড়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী আনু মুন্সির বাড়িতে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা বাড়ির লোহার গেট ও দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনদের জিম্মি করে আলমারী খুলে নগদ ২ লাখ টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে।
×