ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়া বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল

প্রকাশিত: ০৩:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়া বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বগুড়ায় আদালত প্রাঙ্গণে (জজকোর্ট চত্বর) বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে রবিবার আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে হট্টগোল ও বাগ্বিত-া হয়েছে। এ ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা মানববন্ধন করতে দুপুরে গওহর আলী ভবনের সামনে থেকে মিছিল নিয়ে জজকোর্টের সামনের রাস্তায় যাচ্ছিল। এ সময় তাদের মিছিলে বাধা দেয়া হয়। অপর দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জানিয়েছে, আদালত প্রাঙ্গণে মিছিল সমাবেশের রীতি না থাকলেও বিএনপির আইনজীবীরা তা লঙ্ঘন করে মিছিল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল করা ও মিছিলে বাধা দেয়া নিয়ে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বাগ্বিত-াসহ ধাক্কাধাক্কি হয়। এ সময় সেøাগান পাল্টা সেøাগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। আওয়ামী আইনজীবী পরিষদের নরেশ মুখার্জী জানান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা হয়। বিচারাঙ্গনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবীদের মারমুখী কর্মসূচী প্রতিহত করেছে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ জানান, তারা প্রশাসনকে জানিয়েই জজকোর্টের সামনের সড়কে মানববন্ধনের কর্মসূচী নিয়েছিল। মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে গেলে তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেয়া হয়েছে।
×