ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ২৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৮

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ২৫ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এক সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানী হয়েছে। একটি বাস স্থানীয় পর্যটকদের বহন করার সময় রাস্তা থেকে উল্টে গেলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে প্রায় ৪০ যাত্রী ছিল। তারা একটি উষ্ণ প্রস্রবণ পরিদর্শনের উদ্দেশে বাসটি করে যাচ্ছিল। পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, পাহাড়ি রাস্তা বেয়ে নিচের দিকে নামার সময় বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটির চালকসহ ১৬ জন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাসটির অধিকাংশ যাত্রীই বানতেন প্রদেশের দক্ষিণ তানজেরাংয়ের বাসিন্দা। তারা শনিবার মাউন্ট তাংকুবান পারুর নিকট উষ্ণ প্রস্রবণ উপভোগ করার উদ্দেশে যাচ্ছিল। সুবাংয়ের পুলিশ প্রধান বুধি হেনদ্রান্ত জানিয়েছেন, হতাহতদের কারও পরিচয় জানা যায়নি। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মারাত্মক সড়ক দুর্ঘটনা ইন্দোনেশিয়ার নিত্যনৈমিত্তিক ঘটনা। গত বছর জুলাইতে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়। -বিবিসি
×