ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন মোড় নিচ্ছে সিরিয়া যুদ্ধ

প্রকাশিত: ০৩:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৮

নতুন মোড় নিচ্ছে সিরিয়া যুদ্ধ

সিরীয় বাহিনীর হামলায় একটি ইসরাইলী এফ-১৬ জঙ্গীবিমান বিধ্বস্ত হওয়ার পর শনিবার সিরিয়ার বিমান প্রতিরক্ষা ওদেশটিতে থাকা ইরানি টার্গেটগুলোতে ব্যাপক বিমান হামলা করেছে ইসরাইল। দুপক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা ক্রমেই আরও তীব্রতর হয়ে উঠছে। এ অবস্থায় জাতিসংঘ ও রাশিয়া সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এএফপি ও আলজাজিরা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর দেশটি ঘিরে ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনা এটাই প্রথম। এ থেকে লড়াই অন্য কোন দিকে মোড় নিতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পরিস্থিতি যেন আরও খারাপ অবস্থার দিকে মোড় না নেয় সেজন্য আমরা বিবদমান সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান। সিরিয়াসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা সম্মান করার জন্যও আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলেন, ইসরাইল শান্তি চায়, তবে দেশটি নিজেদের রক্ষা অধিকার ও দায়িত্ব বিসর্জন দেবে না। জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেস সংযত আচরণ করার জন্য শনিবার বিবদমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইসরাইলের পৃথক দুটি হামলা সম্পর্কে দুটি প্রতিবেদন করেছে। একটিতে বলা হয়েছে সামরিক ঘাঁটির ওপর ইসরাইলী আগ্রাসনের জবাবে সিরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি ছুড়লে তা ইসরাইলী বিমানে গিয়ে লাগে। অপর প্রতিবেদনে উল্লেখ করা হয় সিরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণের সামরিক অবস্থানে ইসরাইলের আরেকটি আঘাত হানার চেষ্টা ব্যর্থ করেছে। শনিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, এ দিন সকালে তাদের ভূখ-ের ওপর দিয়ে একটি ইরানী ড্রোন উড়ে গেলে সেটি গুলি করে নামানোর পর তাদের জঙ্গীবিমানগুলোকে সিরিয়ায় পাঠানো হয়েছে। সেখানে ইরানী টার্গেট লক্ষ্য করে অভিযান চালানোর সময় একটি এফ-১৬ জঙ্গীবিমান বিধ্বস্ত হয়। ইসরাইল বলেছে, সিরিয়ায় তাদের জঙ্গীবিমানগুলো গুলির মুখে পড়েছিল। তবে তাদের একটি জঙ্গীবিমান কীভাবে ভূপাতিত হয়েছে তার কারণ জানা যায়নি। ইসরাইল বলেছে, সিরিয়া ও ইরান আগুন নিয়ে খেলছে কিন্তু তাদের উত্তেজনা আর বাড়ানোর সুযোগ দেয়া হবে না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারহাম গাসেমি ‘মিথ্যা’ ছড়ানোর জন্য ইসরাইলের দোষারোপ করেছেন। তিনি বলেন, সিরিয়ায় ইরানের কোন সামরিক ঘাঁটি নেই। ইরান কেবল সিরিয়া সরকারের অনুরোধে সামরিক উপদেষ্টাদের পাঠিয়ে থাকে। সিরিয়ায় ১২টি স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। এর মধ্যে তিনটি বিমান প্রতিরক্ষা ব্যাটারি ও চারটি ইরানী সামরিক স্থাপনার অংশ ছিল। হামলার সময় সিরিয়া ইসরাইল লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরাইলের সামরিক মুখপাত্র জোনাথন কনরিকাস জানিয়েছেন, অভিযানে থাকা ‘বহুসংখ্যক’ ইসরাইলী যুদ্ধবিমানকে লক্ষ্য করে ব্যাপক বিমান বিধ্বংসী গোলা ছোড়া হলেও এটি কয়েকটি বিমানকে আঘাত করে। ইসরাইলের এফ-১৬ বিমানটিকে হারডুফ গ্রামের কাছে একটি মাঠে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসার সময় বিমানটির এক পাইলট আহত হয়। দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান ডেভিড ইভরি বলেন, ১৯৮০ এর দশক থেকে তারা এফ-১৬ জঙ্গীবিমান ব্যবহার করে এলেও এই প্রথম দুর্ঘটনা ঘটল। তিনি বলেন, গুলিতে এটি ভূপাতিত হয়ে থাকলে তা অত্যন্ত উদ্বেগের বিষয়।
×