ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হংকংয়ে বাস দুর্ঘটনায় নিহত ১৮

প্রকাশিত: ০৮:১৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮

হংকংয়ে বাস দুর্ঘটনায় নিহত ১৮

জনকণ্ঠ ডেস্ক ॥ হংকংয়ে একটি দ্রুতগামী বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবারের এই ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে হংকংয়ের সবচেয়ে শোচনীয় সড়ক দুর্ঘটনা বলে জানিয়েছে বিবিসি। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরের উত্তরাংশের একটি প্রধান মহাসড়কের একপাশে ক্ষতিগ্রস্ত বাসটি উল্টে পড়ে আছে। ধ্বংসাবশেষের ভেতরে আটকা পড়া যাত্রীদের বের করতে বাসটির ছাদ কেটে ফেলেছেন উদ্ধারকর্মীরা। পুলিশ জানিয়েছে, অন্তত ১৮ জন ঘটনাস্থলেই মারা গেছেন, এদের মধ্যে ১৫ জন পুরুষ, আরও বহু লোক আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে থাকা বয়োবৃদ্ধ এক যাত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার সময় চালক খুব দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন, এমনকি মোড়ও ঘুরছিলেন ওই গতিতেই। বাসটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কাউলুন মোটর বাস কোস্পানির নির্বাহী সো জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৮০ হাজার হংকং ডলার করে আর্থিক সহায়তা দেয়া হবে। দুর্ঘটনার কারণ বের করতে তারা একটি তদন্ত দলও গঠন করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
×