ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীন ফিলিস্তিন দেখতে চায় ভারত

প্রকাশিত: ০৭:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

স্বাধীন ফিলিস্তিন দেখতে চায় ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দেশ ফিলিস্তিনকে অতিসত্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শনিবার রামাল্লায় এক বৈঠকে মোদি এ কথা বলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার রামাল্লায় পৌঁছেন মোদি। আল-জাজিরা জানায়, মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের আগে মোদি ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লার সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া আরবের বাহিরে প্রথম অ-আরব দেশ ভারত। ফিলিস্তিনীদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি একসময় উচ্চকিত দেশটি মোদি জামানায় ক্রমেই ইসরাইলের দিকে ঝুঁকে পড়ায় মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশগুলোতে ভারতের ভাবমূর্তিতে সঙ্কট তৈরি হয়েছে। এমন বাস্তবতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি. বালা ভাস্কর সফর শুরুর আগে বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের সঙ্গে স¤পর্ক আমরা আলাদাভাবে বিবেচনা করে থাকি। আমরা তাদের দুটি আলাদা স্বাধীন ও স্বতন্ত্র দেশ হিসেবে দেখি। আর এই নীতির আওতায় প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। চারদিনের এই সফরে ফিলিস্তিন ছাড়াও সংযুক্ত আরব-আমিরাত ও ওমান যাবেন মোদি। সোমবার তার ভারত ফেরার কথা।
×