ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:২২, ১১ ফেব্রুয়ারি ২০১৮

ক্যাম্পাস সংবাদ

মাইলস্টোন কলেজে বিজ্ঞান মেলা রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা। গত ৩ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.)। মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলায় দশম ও একাদশ শ্রেণীর বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কলেজের প্রশাসনিক ভবনের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ছাত্রÑছাত্রীদের উদ্ভাবিত বিভিন্ন বিষয়ের ১০২টি প্রজেক্ট প্রদর্শিত হয়। মেলা চলে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। ৫ ফেব্রুয়ারি সোমবার মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট জ্যোতির্বিদ এফ. আর সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.), ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের এডিসি শাহিন শাহ মাহমুদ, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন খান, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুর রাজ্জাক, বিজ্ঞান ক্লাবের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ মিজানুর রহমান খান এবং মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণীর ছাত্রÑছাত্রী, শিক্ষকÑশিক্ষিকা, বিভিন্ন অনুষদের প্রধানগণ উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে নতুন অধ্যক্ষ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রাক্তন অধ্যক্ষ লে. কর্নেল (এলপিআর) মোঃ জহিরুল ইসলাম গত ০১ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। নতুন অধ্যক্ষ বান্দরবন ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠাসহ বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ, মিরপুর ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজের প্রকল্প পরিচালকসহ নানা দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জনাব ইসলাম শের-এ-বাংলা শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড-২০১৭, বঙ্গবীর এম এ জি ওসমানী গোল্ডমেডেল-২০১৭, স্বাধীনতা সংসদ এডুকেশন অ্যাওয়ার্ড-২০১৭, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোল্ডমেডেল-২০১৭ খেতাবে ভূষিত হয়েছেন। ড্যাফোডিল পরিবারের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান আশা করেন, নতুন অধ্যক্ষের অন্তর্ভুক্তি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ও দেশের সার্বিক শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক সেমিনার ‘ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেশন এ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি ফর বিজনেস টার্নএরাউন্ড: সাসটেইনএবিলিটি, গ্রোথ এ্যান্ড ইনোভেশন’ শীর্ষক সেমিনার গত ১-২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার-শুক্রবার) বিবেকান্দ কলেজ অব আর্টস এ্যান্ড সায়েন্সেস ফর ইউমেন, কৈয়মবাটর, তামিলনাড়ু, ইন্ডিয়া’য় অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সটি পিজি এ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট অব কমার্স, কম্পিউটার সায়েন্সেস এ্যান্ড এ্যাপলিকেশন অব বিবেকানন্দ কলেজ অব আর্টস এ্যান্ড সাইন্সেস ফর ইউমেনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান ও কোয়ালিটি এ্যাসুরেন্স কমিটির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান। এছাড়াও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ভোলানাথ দত্ত, প্রতিষ্ঠাতা ও সভাপতি এমটিসি গ্লোবাল, ব্যাঙ্গালুরু, ইন্ডিয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. বি. টি. সুরেশ কুমার, প্রিন্সিপাল, বিবেকানন্দ কলেজ অব আর্টস এ্যান্ড সায়েন্সেস্ ফর ইউমেন। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম. করুণানীথি, চেয়ারম্যান এ্যান্ড সেক্রেটারি, বিবেকানন্দ এডুকেশনাল ইনস্টিটিউশনস্ এ্যান্ড হসপিটালস্, তামিলনাড়–, ইন্ডিয়া। ক্যাম্পাস প্রতিবেদক
×