ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাইফুল্লাহ রুমীর কথায় তিন শিল্পীর ‘ব্যবধান’

প্রকাশিত: ০৬:১৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সাইফুল্লাহ রুমীর কথায় তিন শিল্পীর ‘ব্যবধান’

স্টাফ রিপোর্টার ॥ ভালবাসা দিবস উপলক্ষে গীতিকবি শেখ সাইফুল্লাহ রুমীর কথায় বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী-রিংকু, কাজী শুভ, পূর্ণ মিলনের ফোক মিক্সড এ্যালবাম ‘ব্যবধান’ বাজারে এসেছে। এ্যালবামটি প্রকাশ করেছে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অগ্নিবীনা।‘ব্যবধান’ এ্যালবামে প্রত্যেক শিল্পী দুটি করে গান গেয়েছেন। গান গুলোর সুর করেছেন মোবারক হোসেন ও এস রুহুল। সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ ও মোবারক হোসেন। ‘ব্যবধান’ এ্যালবামে মোট ছয়টি গান রয়েছে। গানগুলোর শিরোনাম যথাক্রমে- ‘তোমার বিচার একদিন হবে’, ‘কি সুখ দিবে আমারে সই’, ‘ভালবাসি কইয়া বন্ধু’, ‘করলে সাধন’, ‘কার কাছে দিব নালিশ’, ‘সুখ পাইবো কবে’ প্রভৃতি। ‘ব্যবধান’ প্রসঙ্গে গীতিকবি সাইফুল্লাহ রুমী বলেন প্রেম, বিরহ বিচ্ছেদ, আধ্যাত্মিক ও জীবন বোধের সংমিশ্রণে চরিত গানগুলো ইতিমধ্যে শ্রোতা প্রিয়তা পেতে শুরু করেছে। খুব শীঘ্রই এ্যালবাম থেকে কয়েকটি গানের মিউজিক ভিডিও করা হবে বলে জানিয়েছেন তিনি। ‘ব্যবধান’ এ্যালবামের গানগুলো দেশের অডিও বাজারে এ বছরের নতুন চমক হিসেবে শ্রোতাদের কাছে আবির্ভূত হবে এমনটাই আশা এই গীতিকবির।
×