ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় টি২০ সিরিজ

টানা তিন জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮

টানা তিন জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত প্রতাপে ঐতিহ্যের এ্যাশেজ (টেস্ট) ট্রফি পুনরুদ্ধার করলেও ওয়ানডে সিরিজে ইংলিশদের কাছে বড় ব্যবধানে (৪-১এ) হারের লজ্জায় ডুবেছিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথকে ছাড়াই টি২০তে তার বদলাটা ঠিকই নিল অসিরা। ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয়ের (৭ উইকেট) পথে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। মেলবোর্নে ৭ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি জস বাটলারের দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩৩ বল আগেই সেটি টপকে যায় অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার কেন রিচার্ডসন (৩/৩৩)। ফলে সবার আগে ত্রিদেশীয় টি২০’র ফাইনাল নিশ্চিত করল ওয়ার্নারবাহিনী। উদ্বোধনী ম্যাচে অপর দল নিউজিল্যান্ডকে হারিয়েছিল তারা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। ৩৪ রানের মধ্যে ফিরে যান টপঅর্ডারের তিন ব্যাটসম্যান। ম্যাচের আগে বড় একটা ধাক্কা খায় ইংল্যান্ড। কুঁচকির চোটের জন্য ছিটকে যান অধিনায়ক ইয়ন মরগান। তার জায়গায় দলকে নেতৃত্ব দেয়া জস বাটলারের সঙ্গে জেমস ভিন্স ৩৬ ও স্যাম বিলিংস ৪৩ রানের দুটি জুটি গড়েন। দুই জুটির কোনটিই রানের গতি বাড়াতে পারেনি। শেষ বলে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৪৬ রান করেন বাটলার। খেলেন ৪৯ বল। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার কেন রিচার্ডসন। দারুণ বোলিংয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়ায় শুরুতেই ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ক্রিস লিনের বিস্ফোরক ব্যাটিংয়ে তার কোন প্রভাবই দলের ওপর পড়েনি। ১৯ বলে ৩১ রান করে ফিরে যান লিন। অস্ট্রেলিয়া জয়ের ভিত পেয়ে যায় তৃতীয় উইকেটে ডার্চি শর্ট আর গ্লেন ম্যাক্সওয়েলের ৬৫ রানের জুটিতে। জুটিতে অগ্রণী ছিলেন ম্যাক্সওয়েল। ২৬ বলে করেন ৩৯ রান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি২০তে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। পাঁচে নেমে টর্নেডো ইনিংসে ম্যাচ দ্রুত শেষ করে দেন এ্যারন ফিঞ্চ। মাত্র ৫ বলে খেলে দুটি করে ছক্কা-চারে করেন ২০ রান। ওপেনার শর্ট করেন ৩৩ বলে অপরাজিত ৩৬। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ২ উইকেট নেন ২৬ রানে। ওয়েলিংটনে মঙ্গলবার টুর্নামেন্টের পরের ম্যাচে কিউইদের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ফাইনালসহ বাকি চারটি ম্যাচই হবে নিউজিল্যান্ডে। স্কোর ॥ ইংল্যান্ড ॥ ২০ ওভারে ১৩৭/৭ (রয় ৮, হেলস ৩, মালান ১০, ভিন্স ২১, বাটলার ৪৬, বিলিংস ২৯, উইলি ১০, জর্ডান ১*; রিচার্ডসন ৩/৩৩, স্ট্যানলেক ২/২৮, স্টয়নিস ০/১৮, টাই ১/২৯, এ্যাগার ০/২৭)। অস্ট্রেলিয়া ॥ ১৪.৩ ওভারে ১৩৮/৩ (ওয়ার্নার ২, শর্ট ৩৬*, লিন ৩১, ম্যাক্সওয়েল ৩৯, ফিঞ্চ ২০*; উইলি ১/৩০, কারান ০/২৩, জর্ডান ২/২৬, রশিদ ০/৩৪, ডসন ০/২৩)। ম্যান অব দ্য ম্যাচ ॥ কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)।
×