ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার পরামর্শক হতে চান মালিঙ্গা

প্রকাশিত: ০৬:০৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

শ্রীলঙ্কার পরামর্শক হতে চান মালিঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়ার পর শ্রীলঙ্কার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন লাসিথ মালিঙ্গা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই তারকা পেসার বলেছিলেন, ২০১৯ বিশ্বকাপে খেলার স্বপ্নটা তার মরে যায়নি। এখনও দলের যে কোন বোলারের তুলনায় যথেষ্ট ফর্মে তিনি। মালিঙ্গাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতে শ্রীলঙ্কা। এমনকি ইনজুরির জন্য ছিলেন না নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসও। বাংলাদেশের সঙ্গে দুটি টি২০’র জন্য এক ঝাঁক নতুন মুখ ডাক পেলেও মালিঙ্গা থেকে গেছেন উপেক্ষিত। সম্ভবত ভবিষ্যতটাও দেখতে পাচ্ছেন বিজাতীয় এ্যাকশনের অধিকারী ৩৪ বছর বয়সী এই পেসার। তাই তো এবার অন্তত পরামর্শক হিসেবে হলেও আগামী বছর ইংল্যান্ড বিশ্বকাপে দলের সঙ্গী হতে চান তিনি। ‘আমি জানি না ইনজুরি নিয়ে কতদূর যেতে পারব। আগামী বছর ইংল্যান্ডগামী শ্রীলঙ্কা স্কোয়াডে থাকতে পারব কিনা সেটাও জানি না। তবে একজন পরামর্শক হিসেবেও ওই দলে থাকতে পারলে আমি খুশি হব।’ সংবাদ মাধ্যমকে বলেন মালিঙ্গা। দীর্ঘ ক্যারিয়ারে নিজের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে চান তিনি, ‘আমি ক্রিকেট থেকে অনেক কিছু শিখেছি। এছাড়া পুরো ক্যারিয়ারে বোলিং থেকেও শিখেছি। দলের তরুণ খেলোয়াড়দের কাছে এগুলো তুলে ধরার সুযোগ পেলে সেটি হবে দারুণ কিছু। আইপিএলে আমি জাসপ্রিত বুমরার সঙ্গে কিছুটা শেয়ার করতে পেরেছি। শ্রীলঙ্কা চাইলে আমি দলের ভবিষ্যত প্রজন্মের বোলারদের সাহায্য করতে পারি।’ মালিঙ্গা আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত নই ভবিষ্যতে কতদূর খেলা চালিয়ে যেতে পারব। এই মুহূর্তে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলার কথা ভাবছি। এখানে খেলে ইনজুরির পরবর্তী ফিটনেস পর্যবেক্ষণ করতে চাই। তবে আমি কোন বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।’ বাংলাদেশের সাবেক কোচ চন্দিকা সিংহে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েই ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে দল ঢেলে সাজাতে শুরু করেছেন। বাংলাদেশ সফরের আগে হাতুরার অধীনে কলম্বোয় বিশেষ ট্রেনিংয়ে ছিলেন মালিঙ্গা; কিন্তু না।
×