ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইস্কোকে আজীবন রিয়ালেই চান ফরাসী কোচ

গুজব উড়িয়ে দিলেন জিদান

প্রকাশিত: ০৬:০৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮

গুজব উড়িয়ে দিলেন জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছিল রিয়াল মাদ্রিদের। স্পেনের জায়ান্ট ক্লাবটিতে দুর্দান্ত সময় পার করছিলেন ইস্কোও। এমনকি চলতি মৌসুমের শুরুতেও পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ মিডফিল্ডার। কিন্তু বিবিসি খ্যাত আক্রমণভাগের সেরা তিন তারকা রোনাল্ডো-বেল-বেনজেমা ফেরার পর থেকেই একাদশের বাইরে ছিটকে পড়েন ইস্কো। যে কারণেই গণমাধ্যমের গুঞ্জন, চলতি মৌসুমের শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ২৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। যেখানে দাবি করা হয়, জিনেদিন জিদানের সঙ্গে তার সম্পর্কটা ভাল না হওয়ার কারণেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পরিকল্পনা করছেন ইস্কো। তবে রিয়াল মাদ্রিদের ফরাসী কোচ জিনেদিন জিদান এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। বরং তিনি চান ইস্কো আজীবন স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদেই থাকুক। এ প্রসঙ্গে ফরাসী কোচ জিদান সোজাসাপ্টা বলেন, ‘আমি ইস্কোকে (আমার দলে) চাই। আমি চাই সে আজীবন এই ক্লাবটিতে থাকুক। অসাধারণ মাপের খেলোয়াড় সে। ইতিমধ্যেই সে তার প্রমাণ দিয়েছে এবং ভবিষ্যতেও সে তার প্রমাণ দেবে। তাই রিয়াল মাদ্রিদ ছাড়ার কথাটা একদম মিথ্যা।’ স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিন্তু এবার ইতিমধ্যেই শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। তবে স্পেনের এই জায়ান্ট ক্লাবটির লক্ষ্য এখন লীগের শীর্ষ তিনে জায়গা করে নেয়া। সেই পথে স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় জিদানের শিষ্যরা। লা লিগায় শনিবার পর্যন্ত পয়েন্ট টেবিলের চারে অবস্থান করে রিয়াল। মৌসুমের প্রথম ২১ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৩৯ পয়েন্ট। তবে রিয়াল মাদ্রিদের সময়টা যখন বাজে কাটছে তখন উড়ছে বার্সিলোনা। এই মুহূর্তে সবার ওপরে অবস্থান তাদের। ২২ ম্যাচ থেকে কাতালানদের সংগ্রহে ৫৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহে সমান ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট।
×