ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন চেহারার টি২০ দল

প্রকাশিত: ০৬:০৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮

নতুন চেহারার টি২০ দল

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সিরিজ শেষ। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট তৃতীয় দিনেই ফলাফল দেখেছে এবং এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম টি২০ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ইনজুরিতে থাকা সাকিব আল হাসান টেস্ট সিরিজ খেলতে পারেননি, প্রথম টি২০ খেলা নিয়েও আছে সংশয়। তবে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে অধিনায়ক করেই দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০’র জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে শনিবার দুপুরে। একেবারে নতুন চেহারার এই দলটিতে নতুন মুখ ৫টি। আর সাকিবসহ ফিরেছেন তিন ক্রিকেটার- তামিম ইকবাল, সৌম্য সরকার ও আবু হায়দার রনি। আর বাদ পড়েছেন মোট ৭ জন! ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক দুটি- তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ও অনুর্ধ-১৯ দলের অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপে সেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায় স্থান করে নিয়েছিলেন অফস্পিন অলরাউন্ডার আফিফ। যুব বিশ্বকাপের ৭ ম্যাচে অফস্পিন করে ৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৪টি হাফ সেঞ্চুরিও উপহার দেন। ১৮ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য আলোচনায় এসেছেন বছর খানেক আগেই। টি২০ ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আফিফ ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ২০১৬ সালের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়ে। এর মধ্যে ছিল ক্রিস গেইলের উইকেট। আর গত নবেম্বর-ডিসেম্বরের বিপিএলে খুলনার হয়ে সাবেক দল রাজশাহী কিংসের বিপক্ষে তার ৫৪ রানের ঝড়ো ইনিংসটিও যথেষ্ট আলোচিত। আর গত কয়েক বছর ধরেই ২০ বছর বয়সী জাকির ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। সেই সঙ্গে উইকেটরক্ষক হিসেবেও আলো ছড়িয়েছেন। এ দু’জনের পাশাপাশি জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ করে নিয়েছেন তিন তরুণ আবু জায়েদ রাহী, আরিফুল হক ও অলরাউন্ডার মেহেদি হাসান। গত বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলা তিন ক্রিকেটার আরিফুল, আফিফ ও রাহীর বড় ভূমিকা ছিল দলকে শেষ চারে ওঠানোর ক্ষেত্রে। মিডল অর্ডারে ব্যাট করা আরিফুল ১২ ম্যাচে করেন ২৩৭ রান। পেসার রাহী ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার হন। এছাড়া একটি হাফ সেঞ্চুরিতে ৭ ম্যাচে করেন ৯৫ রান। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন মেহেদী। বিশেষ করে রংপুর রাইডার্সের হয়ে খেলা গেইল ও ব্রেন্ডন ম্যাককুলামের মতো দুই ভয়ঙ্কর মারকুটে ব্যাটসম্যানের বিপক্ষে মিতব্যয়ী বোলিং করে নজর কাড়েন এ অফস্পিনার। পুরো বিপিএলেই তিনি দারুণ বোলিং করেছেন। প্রথম টি২০-তে বাংলাদেশ দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।
×