ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরু জাতীয় কুস্তি প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:০৫, ১১ ফেব্রুয়ারি ২০১৮

শুরু জাতীয় কুস্তি প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী জাতীয় কুস্তি প্রতিযোগিতা। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মুনসর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১টা থেকে প্রতিযোগিতার খেলা শুরু হবে। তবে আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ। এ সময় আরও উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যরা। এবার পুরুষ ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৮৬, ৯৭ ও ১২৫ কেজি এবং মহিলাদের ৪৮, ৫৩, ৫৫, ৫৮, ৬০, ৬৩, ৬৯ ও ৭৫ কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগিতার খেলাসমূহ অনুষ্ঠিত হবে। উপরোক্ত ওজন শ্রেণীতে বিভিন্ন জেলা দল, বিভাগীয় দল, ক্লাব, বিজিবি, সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন দল হতে পুরুষ ও মহিলা উভয় বিভাগে ২০০ কুস্তিগীর অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা উপলক্ষে শনিবার ফেডারেশন কক্ষে অংশ নেয়া খেলোয়াড়দের শারীরিক পরীক্ষা ও দৈহিক ওজন গ্রহণ করা হয়। খেলোয়াড়দের শারীরিক সুস্থতার পরীক্ষা-নিরীক্ষা করেন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের কনসালটেন্ট ডা. কামরুজ্জামান।
×