ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন আফগান ক্রিকেটারের মৃত্যু বোমা হামলায়

প্রকাশিত: ০৬:০৫, ১১ ফেব্রুয়ারি ২০১৮

তিন আফগান ক্রিকেটারের মৃত্যু বোমা হামলায়

স্পোর্টস রিপোর্টার ॥ দূর থেকে নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তাদের সঙ্গে আরও ছয়জন দর্শক আহত হয়েছেন। আফগানিস্তানের নানগারহার প্রদেশে দুটি ভিন্ন জেলায় এ হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্য হয়। পূর্ব নানগারহার প্রদেশ গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি এ কথা জানিয়েছেন। ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে শুক্রবার। স্থানীয় এক প্রীতি ম্যাচ চলাকালীন বাটি কট জেলায় তিন ক্রিকেটারের মৃত্যু হয়। এছাড়া ওই হামলায় দুইজন দর্শক আহত হয়েছেন। অপর হামলাটি হয় খিয়োগানি জেলায়। সেখানে চারজন দর্শক আহত হয়েছেন। নানগাহার প্রদেশ কাউন্সিলের সদস্য জাবিউল্লাহ জেমারাই এ কথা নিশ্চিত করেন। আফগানিস্তানে ক্রিকেট মাঠে এমন হামলার দায় এখনও পর্যন্ত কোন সন্ত্রাসী গ্রুপ স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালেবান এবং ইসলামী সেস্টের মতো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম চালু রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ক্রিকেটে অভূতপূর্ব উন্নতি করে এরই মধ্যে টেস্ট স্ট্যাটাস অর্জন করেছে। আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে পেছনে ফেলেছে তারা। মোহাম্মদ নবী, রশীদ খানরা খেলছেন আইপিএল, বিগ ব্যাশ ও কাউন্টিতে। তবু ক্রিকেট মাঠে হামলা বন্ধ হয়নি। সন্ত্রাসী হুমকির ফলে কিছুদিন আগে স্থানীয় টি২০ টুর্নামেন্টের মধ্যপথে বিদেশী ক্রিকেটাররা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন।
×