ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলে গেলেন কিউই কিংবদন্তি কনডন

প্রকাশিত: ০৬:০৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮

চলে গেলেন কিউই কিংবদন্তি কনডন

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে জয়ের ইতিহাসটা বোধহয় মনে থাকার কথা দলটির সমর্থকদের। ১৯৭৪ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ঐতিহাসিক টেস্টে জয়ের স্বাদ পায় কিউইরা। নিউজিল্যান্ডের ওই দলের অধিনায়ক ছিলেন বেভান কনডন। না ফেরার দেশে চলে গেলেন কিউইদের প্রথম টেস্ট জয়ী দলের অধিনায়ক। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ৮০তম জন্মদিনের ঠিক আগেরদিন শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের ৬১ টেস্টের ক্যারিয়ারে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কনডন। এছাড়া বল হাতে নিয়েছেন ৫৯টি উইকেট। নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে। নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ে নেতৃত্বের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কনডনের। ৪০ বছর আগে ইংলিশদের বিপক্ষে জয় পেতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন টেস্ট ক্যারিয়ারে ১৩টি বছর কাটিয়ে দেয়া কনডন। জাতীয় দলের পাশাপাশি ক্যান্টারবুরি, সেন্ট্রাল ডিস্ট্রিক, ওটাগো ও ওয়েলিংটনের হয়েও খেলেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।
×