ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালাল থেকে ৭৫ প্যাক ভায়াগ্রা আটক

প্রকাশিত: ০৫:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

শাহজালাল থেকে ৭৫ প্যাক ভায়াগ্রা আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৭৫ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা ও ১৪০ কার্টন সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। প্রতিটি ভায়াগ্রা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি সেবনের ত্রিশ দিনের মধ্যে সেবনকারীর কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতিসাধন করে। এমনকী মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকে। গত মাসে ক্যালিফোর্নিয়ায় এ ভায়াগ্রা সেবনের পর একজন অশীতিপর বৃদ্ধের মৃত্যু ঘটেছে বলে একটি সংবাদ সংস্থা জানিয়েছে। জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে বিমানবন্দরের ৪ নং বেল্ট থেকে ২টি পরিত্যক্ত লাগেজ থেকে এসব উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান জানান, কুয়েত থেকে ডব্লিউ-২৮৩ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত রাতে সোয়া ১টায় অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রীন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। ৪ নং বেল্ট থেকে ২টি লাগেজ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। কাস্টমস হলে রাত ২টায় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২টি লাগেজ খুলে ৭৫ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা এবং ১৪০ কার্টন ৩০৩ ও ব্যানসন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট আটক করা হয়।
×