ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি কে গ্রুপের চেয়ারম্যান আবু তৈয়ব আর নেই

প্রকাশিত: ০৫:৪২, ১১ ফেব্রুয়ারি ২০১৮

টি কে গ্রুপের চেয়ারম্যান আবু তৈয়ব আর নেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বীর মুক্তিযোদ্ধা ও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব (৭৩) শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা ও অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর ঢাকার মহাখালী ডিওএইচএস-এ মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিমানযোগে সন্ধ্যায় তার লাশ চট্টগ্রামে নিয়ে আসা হয়। রাত ১০টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ রাখা হয়েছে নাসিরাবাদ আবাসিক এলাকার বাসভবন প্রাঙ্গণে। রবিবার সকাল সাড়ে ৯টায় পটিয়ার মনসা গ্রামে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি আলহাজ খলিলুর রহমান, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, এবিসি গ্রুপের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, আরেফিন গ্রুপের সিইও কামাল উদ্দিন আহমেদ ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
×