ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির ফের তিন দিনের কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০৫:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির ফের তিন দিনের কর্মসূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী পালন শেষে আবারও ৩ দিনের কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। নতুন এ কর্মসূচী অনুসারে আগামীকাল সোমবার সারাদেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ধর্মঘট ও বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন পালন করবে বিএনপি। শনিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছর সাজা ও তাকে কারাগারে পাঠানোর পর ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বিএনপি; তবে শুক্র ও শনিবার সারাদেশে এ বিক্ষোভ কর্মসূচী পালন করতে রাজপথে নেতাকর্মীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে প্রায় ৪ হাজার ২শ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যায়ভাবে যে সকল নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবি করছি। তিনি বলেন, শনিবার কর্মসূচী পালনকালে ঢাকা মহানগরসহ সারাদেশে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবীউল্লাহ নবী, মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ওলিউদ্দিন, তাহের, রাশেদ, জাহিদ, ৫২ নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুক, শ্যামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সেন্টু মেম্বার, ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক স্বপন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ, মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী দলের নেতা তাওলাদ হোসেনসহ ৪০ জন। এছাড়া পুলিশের বেধড়ক লাঠিচার্জে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীনসহ ৫০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। রিজভী বলেন, রাজধানীর বাইরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ১৩ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নেত্রকোনা থেকে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মীরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও পৌর বিএনপির উপদেষ্টা শফিউল আলম আকন্দ, পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরসহ ৩ জন, টাঙ্গাইলের বিএনপি নেতা ফিরোজ মিয়া, লাভলু, ইসমাইলসহ ৫ জন, ফেনীর সোনাগাজী পৌর শ্রমিক দলের আহ্বায়ক হাজী মোঃ ইয়াছিন, পৌর যুবদল নেতা রাসেল আহমেদ, কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির নেতা তারেক মুন্সীসহ ৪ জন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সভাপতি ওয়াসিক, ছাত্রদল নেতা রিয়াজসহ ৭ জন, নাটোর বনপাড়া শহর বিএনপির সভাপতি অধ্যাপক এম লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান হেলেনা খাতুন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম লিটন, জেলা জাসাসের যুগ্ম সম্পাদক আবদুল খালেক, ছাতনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাপ খানকে শনিবার গ্রেফতার করা হয়েছে। রিজভী বলেন, শনিবার আরও যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী ম-ল, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য আবুল খান, গোলাম মোর্শেদ, সদর উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, টাঙ্গাইলের নাগরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ আলী রানা। নয় জেলায় আটক ২১৯ ॥ এদিকে স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা জানান, নাশকতা এড়াতে দেশের ৯ জেলায় অভিযান চালিয়ে ২১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ঝিনাইদহে ৬৯ জন, রংপুরে ৫৩ জন, কুড়িগ্রামে ৩৫ জন, নেত্রকোনায় ১৫ জন, মাগুরায় ১৫ জন, নারায়ণগঞ্জে ৩ জন, চট্টগ্রামের মীরসরাইয়ে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ জন এবং নড়াইলে একজন। শুক্র ও শনিবার তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ ॥ নাশকতা এড়াতে অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেসময় উদ্ধার করা হয় ৩টি ককটেল। পুলিশ জানায়, রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সদর থেকে ৩১ জন, কালীগঞ্জ থেকে ৬ জন, শৈলকুপা থেকে ১৪ জন, হরিণাকুন্ডু থেকে ১০ জন কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৮ জনকে গ্রেফতরা করা হয়। এদের মধ্যে জামায়াতের ৪ ও বিএনপির ২৫ নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতের রায় পরবর্তী যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে সারাদেশের মতো রংপুরেও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে পুলিশ। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত পুলিশের ওই অভিযানে বিএনপি-জামায়াত জোটের ২ নেতা-কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম ॥ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র ৯ নেতাকর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কোন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়ানোর জন্য এবং জনজীবনে শান্তি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে। নেত্রকোনা ॥ শান্তিশৃঙ্খলা ভঙ্গ ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীনসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার বিকেলের মধ্যে নেত্রকোনা সদর, কলমাকান্দাসহ বিভিন্ন উপজেলা থেকে এদের আটক করা হয়। জানা গেছে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীনের নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা সকাল ১১টায় শহরের মোক্তারপাড়া থেকে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ড. আরিফা জেসমিন নাহীন, মহিলা দলের নেত্রী হাফিজা ইসলাম, রেহানা তালুকদার, পারভীন আক্তার ও মাহমুদা খাতুনকে আটক করে পুলিশ। এছাড়া কলমাকান্দা থেকে আটক করা হয় লেংগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, যুবদলের সহ-সভাপতি আব্দুল কাদির, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান ও গোড়াগাঁও গ্রামের আল-আমিনকে। মাগুরা ॥ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে শালিখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিল্টন রয়েছেন। নারায়ণগঞ্জ ॥ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ আটক হয়েছে। শনিবার দুপুরে সোনারগাঁও থানা পুলিশ উপজেলার মোগড়াপাড়া মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে শনিবার নামীয় ৩৬ জন ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এ মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মীরসরাই, চট্টগ্রাম ॥ মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার সময় চট্টগ্রাম শহরের কাট্রলী এলাকার সিডিএ ১নং সড়কের সামনে থেকে তাকে সাদা পোশাকে পুলিশ তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার আশঙ্কায় বিএনপির ২৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রাম থেকে জেলা বিএনপির দফতর সম্পাদক টিপু সুলতানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার অভিযোগে শনিবার বিকেলে তাকে আটক করা হয়। চট্টগ্রামে বিএনপির কর্মসূচীতে সাড়া নেই ॥ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীতে চট্টগ্রামে তেমন কোন সাড়া মেলেনি। শনিবার নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে গুটিকয় নেতাকর্মীর মিছিলের চেষ্টা ছাড়া তেমন তৎপরতাই চোখে পড়েনি। এ দিকে, রায় ঘোষণার পর মিছিলের চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ১৯জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। আজ রবিবার আদালতে সে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে চট্টগ্রামে এখনও সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। চলছে বিভিন্ন এলাকায় অভিযান এবং সন্দেহভাজনদের গ্রেফতারও। শনিবার ভোর পর্যন্ত চব্বিশ ঘণ্টায় নগরী ও জেলায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরও ৩০জনকে। শনিবার ছিল বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিবাদ কর্মসূচী। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশও ছিল সতর্কাবস্থায়। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিন্তু দেখা মেলেনি বিএনপি নেতাকর্মীদের। বিকেলে কর্মসূচী পালিত হয় কার্যালয় অভ্যন্তরে অনেকটা ঘরোয়া পরিবেশে। সেখানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান এবং দলের খুব অল্পসংখ্যক নেতাকর্মী। কোন ধরনের মিছিলের চেষ্টা না করে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচী পালিত হয়। এ দিকে, নাশকতার আশঙ্কায় নগরী ও জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত থাকে। শনিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার সীতাকু-, মীরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, বোয়ালখালি, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এবং বাঁশখালি থেকে ২৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি থেকে মোঃ রবিউল ইসলাম (৪০) এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। তাকে গত ৬ ফেব্রুয়ারি নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ইতোপূর্বে আটক করা নেতাকর্মীদের মধ্যে যাচাই বাছাই শেষে ১৯ জনকে আসামি করে দুটি মামলা দায়ের হয়েছে। মামলায় জিজ্ঞাসাবাদে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ রবিবার আদালতে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মৃনাল তালুকদার।
×