ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইইউ পার্লামেন্টের চারটি প্রতিনিধি দল কক্সবাজার যাচ্ছে কাল

প্রকাশিত: ০৫:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইইউ পার্লামেন্টের চারটি প্রতিনিধি দল কক্সবাজার যাচ্ছে কাল

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইউরোপীয় পার্লামেন্টের চারটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। এদের মধ্যে প্রথম প্রতিনিধি দলটি শনিবার ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট শুরু থেকেই রোহিঙ্গা সঙ্কটের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। সে কারণে এখন রোহিঙ্গাদের বাস্তব অবস্থা দেখতে চায় ইউরোপীয় পার্লামেন্ট। শনিবার ইউরোপীয় পার্লামেন্টের প্রথম দলটি ঢাকায় পৌঁছেছে। আজ রবিবার আরও তিনটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছবে। চারটি প্রতিনিধি দলের মোট ১১ প্রতিনিধি সোমবার কক্সবাজার সফরে যাবেন। ইউরোপীয় পার্লামেন্টের যেসব প্রতিনিধি দল ঢাকায় আসছে তার মধ্যে অন্যতম হলো ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক কমিটি। এই প্রতিনিধি দলের নেতা হলেন এ্যান্তোনিও পানজেরি। এতে সদস্য রয়েছেন জোয়াসিম জেলার, সোরায়া পোস্ট ও বারবারা লুসব্লিয়ার। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক বিভাগের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। এই দলের নেতৃত্ব দেবেন উরমান পায়েট। ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশীয় বিভাগের একটি প্রতিনিধি দলও ঢাকায় আসছে। এই দলের নেতৃত্ব দেবেন জিন ল্যাম্বার্ট। এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জেমস নিকোলসন, রিচার্ড কোরবেট, ওয়াজিদ খান ও সাজ্জাদ করিম। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন। এখান থেকে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর প্রতিনিধি দলের কয়েক সদস্য মিয়ানমার সফরে যাবেন। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তায় মিয়ানমার সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে, তারা সেখানে গিয়ে পর্যবেক্ষণ করবেন।
×