ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার সঙ্গে আইনজীবীদের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮

খালেদার সঙ্গে আইনজীবীদের সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নাজিমউদ্দীন রোডের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদসহ পাঁচ আইনজীবী। অন্যরা হচ্ছেন সাবেক স্পীকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক এ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার আব্দুর রেজ্জাক খান। শনিবার বেলা ৩টার দিকে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেও কারাকর্তৃপক্ষ কোন প্রকার অনুমতি না থাকায় তাদের ভেতরে যেতে দেয়নি। পরে কারা কর্মকর্তার অনুমতি সাপেক্ষে বেলা সাড়ে ৪টার দিকে তারা সাক্ষাত করতে ভেতরে প্রবেশ করেন ও পরে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পর তারা কারাগার থেকে বের হয়ে আসেন। কারাবিধি অনুযায়ী ৩০ মিনিট কথা বলার সুযোগ পান সাক্ষাতপ্রার্থীরা। খালেদার সঙ্গে সাক্ষাত শেষে মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, ডিভিশন না পাওয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বেগম খালেদা জিয়ার সেবায় তার গৃহকর্মী ফাতেমা বেগম রয়েছেন বলে যে খবর বিভিন্ন সংবাদপত্রে এসেছে, তা সঠিক নয়। তিনি বলেন, ফাতেমাকে সেবা করতে দেয়ার খবর সত্য নয়। তাকে ম্যাডামের সেবা করতে দেয়া হচ্ছে না। ৩৫ বছর বয়সী ফাতেমা দুই দশক ধরে খালেদার গৃহকর্মী হিসেবে কাজ করছেন। মওদুদ বলেন, রাষ্ট্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহকর্মীকে রাখার সুযোগ না পাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ সুবিধাও তাকে দেয়া হচ্ছে না। তাকে জনমানুষ থেকে দূরে নির্জন কারাগারে রাখা হয়েছে। সাধারণ কয়েদির মতো অনেকটা অখাদ্য খাবার তাকে দেয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসেবে, একটি দলের প্রধান হিসেবে তার ডিভিশন পাওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। তারপরও এই প্রথম কারাগারে বন্দী ৭২ বছর বয়সী খালেদা জিয়ার মনোবল ‘ঠিক আছে’। তিনি বলেন, রায়ের অনুলিপি পেলে সোমবার বা মঙ্গলবার হাইকোর্টে আপীল করবেন তারা। তার আগে মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, আইন অনুসারে ১৮ ক্যাটাগরির লোক ডিভিশন পাবেন। অত্যন্ত দুঃখের বিষয় তিনবারের এই প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়নি। তাকে যেখানে রাখা হয়েছে তা একটি নির্জন পরিত্যক্ত কারাবাস। এখানে ফাঁসির আসামিকে যেভাবে রাখা হয়, এখানে তাকে সেভাবে রাখা হয়েছে। মওদুদ বলেন, রায়ের অনুলিপি যত দ্রুত পাওয়া যাবে তত দ্রুতই তারা আপীল করবে।
×