ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ ফেব্রুয়ারির রায় দুর্নীতিপ্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

৮ ফেব্রুয়ারির রায় দুর্নীতিপ্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা ॥ কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ৮ ফেব্রুয়ারি ১০ বছর পর একটি মামলার রায় হয়েছে। এ রায়টিকে যে যেভাবেই দেখুন না কেন, আমরা মনে করি, দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিয়েছে, এ রায় বাংলাদেশের দুর্নীতি প্রবণ রাজনীতিকদের জন্য একটি সতর্কবার্তা। মন্ত্রী বলেন, বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে সাত ধারা তুলে দিয়ে তারা প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা দ্বিতীয় সেতুর সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পলিটিক্যাল বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা আমাদের মুখ্য কাজ নয়। দেশের উন্নয়নটা আমাদের কাছে মুখ্য। রাজনীতি আছে থাকবে। রাজনৈতিক দল আছে, দেশে নির্বাচন আছে, এসব জেল জুলুমও থাকে, রাজনীতি করলে জেল জুলম তো আছে এগুলো সহ্য করেই এখানে ক্ষমতায় এসেছি। আমাদের নেত্রীকেও জেল খাটতে হয়েছে। আমার নিজেরও চার বছর জেল হয়েছিল। এগুলোই আমাদের জীবন। জেলে যাওয়াটা রাজনীতির অনুষঙ্গ বলে তিনি মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনের জন্য দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা, ও দ্বিতীয় মেঘনা গোমতী এই তিনটি নতুন ফোর লেন সেতুর নির্মাণ করা হচ্ছে। যেটা আগে ছিল দুই লেনের সেতু। ফোর লেন রাস্তা। যে কারণে রাস্তায় যানজট হতো। মন্ত্রী সেতু নির্মাণ কাজে নিয়োজিত জাপানী নাগরিকদের প্রশংসা করে বলেন, এই তিনটি সেতু নির্মাণকাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২০১৯ সালের জুন মাস। কিন্তু এখন টার্গেট হচ্ছে ২০১৮ সালের ডিসেম্বর মাস। অর্থাৎ ছয় মাস আগেই এই সেতু তিনটি নির্মাণ কাজ শেষ হবে। কিন্তু যেভাবে কাজের অগ্রগতি হলিআর্টিজানের ক্ষতি পুষিয়ে, সে সময় যে সময় নষ্ট হয়েছে সেই সময়কে কাভার করে তারা এখন এগিয়ে আছে। তাতে মনে হয় চলতি বছরের নবেম্বর মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু তিনটি উদ্বোধন করতে পারবেন। তিনি বলেন, ছয় মাস সময় আগে সেতু তিনটি নির্মাণ হওয়ার কারণে স্টিমেটেড কস্টের চেয়ে সাত শ’ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। এখানে সময়ও বাঁচিয়েছে এবং টাকাও কম। তিনি বলেন, আরও একটি সুখবর যে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি জাপানীরা এখানে ব্যবহার করেছে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- সেতুর প্রকল্প পরিচালক সাইদুল হক, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, সেতু মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ওয়ালীদ হোসেনসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তারা।
×