ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারেকসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হচ্ছে

প্রকাশিত: ০৫:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৮

তারেকসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হচ্ছে

শংকর কুমার দে ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ধরিয়ে দিতে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হচ্ছে। বৃহস্পতিবার বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে তারেক রহমান, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান-এই তিন জনের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদ- ঘোষণা করার সময়ে তাদের পলাতক দেখানো হয়। দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির সাহায্য নিচ্ছে বাংলাদেশ। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। গত ৮ ফেব্রুয়ারি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান-এই ছয় জনের সাজা দেয় বিশেষ আদালত। সাজাপ্রাপ্ত ছয় জনের মধ্যে তিন জন কারাগারে আছেন। অপর তিন জন এখন পলাতক। পলাতকদের ধরিয়ে দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করার জন্য প্রস্তুতি নিয়েছে পুলিশ সদর দফতর। সেনা সমর্থিত ফখরুদ্দীন-মঈনুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুলিশ সদর দফতরের ইন্টারপোল শাখার একজন কর্মকর্তা বলেন, বিশেষ আদালতের রায়ে আসামিদের সাজা দেয়ার পর যারা পলাতক তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে চিঠি দেবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের চিঠিটি পাঠানোর অপেক্ষায় আছে পুলিশ সদর দফতরের ইন্টারপোল শাখা। পুলিশ সদর দফতরের ইন্টারপোল শাখা থেকে চিঠি দিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদর দফতর ফ্রান্সে চিঠি পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্টারপোল শাখার কর্মকর্তা। তারেক রহমান ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর ওয়ান ইলেভনের সরকারের ক্ষমতাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান। ওই দিন রাতে তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে চলে যান। বর্তমানে তিনি লন্ডনের কিংস্টন এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। তার সঙ্গে এই মামলার অপর আসামি মমিনুর রহমান থাকেন। অপর ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত ড. কামাল উদ্দিন সিদ্দিকী ওয়ান ইলেভেন সরকারের সময় যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। সেখানে তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন বলে জানা গেছে। পুলিশ সদর দফতরের ইন্টারপোল সূত্র জানান, একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারে ‘রেড নোটিস’ জারি করেছে ইন্টারপোল। হত্যাকা-সহ ১৩টি মামলার জন্য তারেককে অভিযুক্ত করে ইন্টারপোলের ওয়েবসাইটে ‘ওয়ান্টেড পারসন্স’ এর তালিকায় তার ছবি ও ব্যক্তিগত তথ্য দিয়ে বলা হয়েছিল বিচারের মুখোমুখি ও সাজা ভোগের জন্য তারেক রহমানকে খুঁজছে বাংলাদেশের বিচার বিভাগ। ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমানকে তারেক জিয়া হিসেবেও উল্লেখ করা হয়। তখন এতে জানানো হয়, তার বয়স ৪৭, জন্মস্থান ঢাকা, চুল ও চোখের রং কালো এবং উচ্চতা এক দশমিক ৬৮ মিটার। তারেক রহমান বাংলা এবং ইংরেজী ছাড়াও উর্দুতে কথা বলতে পারেন বলে ইন্টারপোলের রেড নোটিসে জানানো হয়েছে। মামলার ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ জনই পলাতক। দুই হাজার আট সালের সেপ্টেম্বর থেকে লন্ডনে আছেন তারেক রহমান। দুই হাজার চার সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েক শ আওয়ামী লীগ নেতা-কর্মী। হত্যাকা-ের মামলায় আদালতে মুফতি হান্নান এবং আরও এক জঙ্গীর জবানবন্দীতে আসে তারেক রহমানের নাম। মামলার অন্যতম আসামি তারেক রহমানকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এর পর পরই গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়। সিঙ্গাপুরে প্রায় ২০ কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৯ সালে মামলা দায়ের করে দুদক। এই মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী ২০১৩ সালের এপ্রিলে ইন্টারপোল তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিস জারি করে। কিন্ত দুই মাস পর ওই রেড নোটিস নামিয়ে নেয় ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দফতর। ওই মামলায় নিম্ন আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও ২০১৬ সালে উচ্চ আদালত সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে তারেক রহমান, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান-এই তিন জনের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদ- ঘোষণা করার ঘটনায় আবারও তারেক রহমানসহ অপর দুই জনকে ধরিয়ে দিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হচ্ছে।
×