ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩০, ১১ ফেব্রুয়ারি ২০১৮

মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ ফেব্রুয়ারি ॥ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে হবে। সমাজ থেকে পুরোপুরি জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, মাদকাসক্ত, বাল্যবিবাহ নিরোধ করতে হলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে। শনিবার বিকেলে সরকারী নাজিমউদ্দিন কলেজ মাঠে মাদারীপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই কলেজ মাঠে মুক্তিযুদ্ধের আগে জাতির পিতা বঙ্গবন্ধু মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য বক্তৃতা করেছিলেন। এই মাঠে ১৯৯১ সালের জাতীয় উপনির্বাচনে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রার্থী করার জন্য এসে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছিলেন। আমি সেই দিনগুলোকে স্মরণ করে একইভাবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। কারমাইকেল কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে কর্মবিরতি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১০ ফেব্রুয়ারি ॥ রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. আবদুল লতিফ মিয়ার অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝোলানোর পাশাপাশি কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষক পরিষদ। শনিবার সকাল ১০টা থেকে শিক্ষকরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে ওই কর্মসূচী পালন করছেন। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদককে ‘অপমান করার’ প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষক পরিষদ জরুরী বৈঠক করে এ কর্মসূচী পালনের ঘোষণা দেয়। এদিকে শনিবার শিক্ষক পরিষদ প্রতিবাদ কর্মসূচী পালন করলেও অধ্যক্ষ ড. আবদুল লতিফ মিয়া এদিন কলেজে আসেননি। তিনি ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। শিক্ষক পরিষদের নেতারা জানান, বৃহস্পতিবার ছিল ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কর্মশালা। কর্মশালায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন। কর্মশালা চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের সামনেই শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরীকে কলেজ অধ্যক্ষ অপমান করেন। সিলেটে ছাত্রলীগের হামলায় দুই সাংবাদিক আহত স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ শহরে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় নিম্বার্ক আশ্রমের সামনে এ ঘটনা ঘটে। তাদের ডেকে নিয়ে গিয়ে ১০-১৫ যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন আহতরা। হামলায় আহত দুই সাংবাদিক হলেনÑ ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাধব কর্মকার ও একই চ্যানেলের ক্যামেরা পার্সন গোপাল বর্ধন। আহতরা বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত সাংবাদিকরা জানান, সম্প্রতি একটি ফেসবুক পোস্টে ছাত্রলীগ বানান ভুল নিয়ে মন্তব্য করায় তাদের ওপর এই হামলা চালানো হয় এবং আপত্তিকর অবস্থায় ছবি ও ফুটেজ ধারণ করা হয়।
×